২০২৩ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন বোলিং কোচ ডোনাল্ড
অ্যালান ডোনাল্ডের সঙ্গে চুক্তি বাড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের পেস বোলিং কোচের ভূমিকায় থাকছেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
গত বছরের মার্চে ডোনাল্ডকে নিয়োগ দেয় বিসিবি। প্রথম দফায় তার সঙ্গে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল সংস্থাটি। এরপর ভারতের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এ যাত্রায় আরও একটি বিশ্বকাপে টাইগার পেসারদের সামলানোর দায়িত্ব পেলেন তিনি।
জালা ইউনুস বলেছেন, ‘বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের চুক্তি বাড়ানো হয়েছে।’ আইসিসি ইভেন্টটির পর্দা উঠবে ভারতে। এশিয়ার মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ।
ডোনাল্ড বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিদেশি কোচিং স্টাফরা আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে ঢাকায় পৌঁছে যাবেন। এরপরই শুরু হবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি। ইংলিশদের বিপক্ষে দেশের মাটিতে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
ইংল্যান্ড সিরিজ দিয়েই নতুন করে বাংলাদেশের সঙ্গে পথচলা শুরু করবেন চন্ডিকা হাথুরুসিংহে। ২০ ফেব্রুয়ারি তার আসার কথা রয়েছে। শোনা যাচ্ছে, নতুন করে পুরোনো প্রধান কোচের অধীনে ২৩ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ পহেলা মার্চ।
এসজি