প্লে-অফ নিশ্চিত করতে টস জিতে বোলিংয়ে রংপুর
তিন দল প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। বাকি একটি স্থানের জন্য রংপুর রাইডার্স বেশ সুবিধাজনক অবস্থানেই আছে। রংপুর এতই সুবিধাজনক অবস্থানে আছে যে আজ (৩ ফেব্রুয়ারি) ঢাকা ডমিনেটরসের বিপক্ষে জিতলেই তা নিশ্চিত হয়ে যাবে। এমনকি এরপর তারা শীর্ষ দুই দলে জায়গা করে নেওয়ার জন্যও শামিল হবে। এরকম সমীকরণ থেকে আজ ঢাকার বিপক্ষে তারা টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে।
রংপুর আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে। ঢাকার একাদশে ঢুকেছেন মোহর শেখ অন্তর ও আরাফাত সানি। বাদ পড়েছেন ওসমান গনি ও সালমান ইরশাদ। তারা আজ মাত্র দুইজন বিদেশি ক্রিকেটার খেলাচ্ছে। ওসমান গনিকে রেখেছে ১৫ জনের স্কোয়াডে।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, রনি তালুকদার, শেখ মেহেদি হাসান, শোয়েব মালিক, মোহাম্মদ নেওয়াজ, আজমতউল্লাহ ওমরজাই, শামীম হোসেন, রকিবুল হাসান, হারিস রউফ ও হাসান মাহমুদ।
ঢাকা ডমিনেটরস একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আব্দুল্লাহ আল মামুন, অ্যালেক্স ব্লাক, আহমেদ শেহজাদ, আরিফুল হক, মোহর শেখ অন্তর, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও আমির হামজা।
এমপি/এসজি