খুলনাকে বরিশালের বিশাল চ্যালেঞ্জ
বিপিএলে টিকে থাকার জন্য খুলনা টাইগার্সের প্রয়োজন জয়। কিন্তু সেই জয় পেতে ফরচুন বরিশাল তাদের সামনে ছুঁড়ে দিয়েছে বিশাল এক চ্যালেঞ্জ। টস হেরে ব্যাট করতে নেমে তারা করেছে ৫ উইকেটে ১৯৪ রান।
বরিশালের ইনিংস গড়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ফজলে রাব্বি, সাকিব আল হাসান, ইফতেখার আহমেদ, ইব্রাহিম জাদরান। ইফতেখার ছাড়া আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তাই বড় কোনও জুটিও গড়েনি। ইফতেখার খেলেন ৩১ বলে ৩টি করে চার-ছক্কা মেরে অপরাজিত ৫১ রান।
আজ বরিশাল নতুন উদ্বোধনী জুটি নিয়ে খেলতে নামে এনামুল হক বিজয়ের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন ফজলে মাহমুদ রাব্বি। জুটি খুব বড় হয়নি তবে যতটুকু ছিল তা ছিল উড়ন্ত। মাত্র ৩.২ ওভারে রান আসে ৩২। এনামুল হক বিজয় একটি করে চার ছক্কা মেরে ৮ বলে ১২ রান করে ম্যাকরিনের বলে আউট হয়ে হয়ে ফিরে গেলেও রান সূচনার সেই উড়ন্ত ধারা বজায় ছিল যথারীতি। যে কারণে এনামুল ও ইব্রাহিম পাওয়ার প্লের বাকি ওভার খেলে রান আসে ১ উইকেটে ৬২।
জুটিতে ৪ ওভারে ৪০ রান যোগ হওয়ার পর ফজলে রাব্বী আউট হয়ে যান ২৯ বলে ২ ছক্কা ৪ চারে ৩৯ রান করে। জাদরানও ফিরে যান ২৩ বলে ২৩ রান। এরপর সাকিব ও ইফতেখার মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন রান ৫২ রান। ওভার খেলেন ৫টি। সাকিব ৪ ছক্কা ও ১ চারে ২১ বলে ৩৬ রান করে ম্যাকরিনের বলে মাহমুদুল হাসানের হাতে আউট হন। এরপর শুরু হয় ইফতেখার ঝড়।
সঙ্গে ছিল করিম জানাতেরও ছোট খাট ঝড়। এই যৌথ ঝড়ে শেষ ১৬ বলে বরিশাল যোগ করে ৪৫ রান। করিম ৮ বলে ৩ চারে ১৬ রান করে ম্যাকরিনের বলে উইকেটের পেছনে অধিনায়ক সাই হোপের হাতে ধরা পড়েন। ইফতেখার ৩০ বলে ৩টি কি করে চার ও ছয় মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ম্যাকরিন ৪৮ রানে নেন ৩ উইকেট।
এমপি/এএস