টিকে থাকার শেষ লড়াইয়ে টস জিতে বোলিংয়ে খুলনা
ঢাকায় আবার বিপিএল ফিরে আসার পর মাঠে নামার আগে প্রতিটি দলে শক্তিতে বেশ উত্থান-পতন হবে। আর কারণ গণহারে পাকিস্তানের ক্রিকেটারদের চলে যাওয়া। বিদেশি ক্রিকেটার বলতেই ছিল এবার পাকিস্তানের ক্রিকেটাররা। তাদের শক্তিতেই অনেক দল বলীয়ান হয়ে উঠেছিল তাদের ছাড়া দলগুলোর অবস্থা কেমন হয়, তা টের পাওয়া যাবে আজ ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে। যেখানে টস জিতে বোলিং করতে নামবে খুলনা।
খুলনার সেরা একাদশে ছিলেন পাকিস্তানের আজম খান, এমাদ বাট। তারা চলে যাওয়াতে শূন্য স্থান পূরণ করতে নেওয়া হয়েছে এন্ড্রু বালবির্নি ও ভান ম্যাকরিনকে। এ ছাড়া মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে নেওয়া হয়েছে হাসান মুরাদকে।
বরিশালের পাকিস্তানের ক্রিকেটাররা এখনো না যাওয়াতে তার এই ম্যাচ খেলবেন। তারপরও সেরা একাদশে পরিবর্তন আনা হয়েছে একটি। সানজামুল ইসলামের পরিবর্তে দলে ফিরিয়ে আনা হয়েছে ফজলে রাব্বিকে।
আজ জিতলে বরিশাল শীর্ষে দুইয়ে থাকার পথে এগিয়ে যাবে। খুলনা জিতলে নিভু নিভু সম্ভাবনা নিয়ে টিকে থাকবে শেষ চারের চতুর্থ দলের লড়াইয়ে।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাইফ হাসান, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, মাহমুদউল্লাহ, সালমান হোসেন, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম, খালেদ আহমেদ ও ফজলে রাব্বিকে।
খুলনা টাইগার্স: সাই হোপ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, মার্ক ডিয়াল, এন্ড্র্রু বালবির্নি, ম্যাকরিন, হাসান মুরাদ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও শফিকুল ইসলাম।
এমপি/এসএন