টিকে থাকতে বরিশালের বিপক্ষে খুলনাকে জিততেই হবে
৩১ জানুয়ারি সিলেটে শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে খুলনা টাইগার্সের হারে মাঠের বাইরে থেকে ফরচুন বরিশালের প্লে অফে খেলা নিশ্চিত হয়ে যায়। অথচ সে দিনই (৩১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটরসের কাছে হেরে যাওয়ায় বরিশালের অপেক্ষা বেড়ে গিয়েছিল। তা বাস্তবায়ন করতে হতো ঢাকায় ফিরে। পরে তা আর করতে হয়নি।
আজ তারা দিনের প্রথম ম্যাচে খেলতে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। যেখানে তাদের লক্ষ্য থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের এক দল হওয়া। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচে সমান পয়েন্টও কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও। কিন্তু নেট রান রেটে বরিশাল দুইয়ে, কুমিল্লা তিনে। সবার উপরে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সিলেট স্ট্রাইকার্স।
বরিশালের হয়তো সিলেটকে ধরা বা টপকানো সম্ভব হবে না। তবে কুমিল্লাকে পেছনে রাখতে হলে তাদের আজকের ম্যাচে জিততেই হবে। দুই দলই আজই প্রথম পরস্পরের বিপক্ষে মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর ২টায়।
বরিশালের বিপরীত অবস্থা খুলনার। আগের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ২ উইকেটে ২১০ রান করেও ম্যাচ জিততে না পারাতে তাদের প্লে অফে খেলা কঠিন ঝুঁকির মুখে পড়ে গেছে। সম্ভাবনার প্রদীপ জ্বলছে নিভু নিভু করে। সেটিকে জ্বালিয়ে রাখতে হলে আজ তাদের জিততেই হবে। তখন আসবে নতুন সমীকরণ। জিততে হবে বাকি দু্ই ম্যাচও। কামনা করতে হবে রংপুরের অঙ্গল। যাতে তারা হারে তাদের বাকি সব ম্যাচেই! কিন্তু এখানেই কঠিন সমীকরণে মুখে আছে খুলনা। তাদের পক্ষে যেমন বাকি সব ম্যাচ জেতা কঠিন, তেমনি রংপুরের বাকি সব ম্যাচ হারাও কঠিন। আর আজ তারা হেরে গেলে বাজবে বিদায় ঘণ্টা।
এমপি/এসএন