ইরফানের সঙ্গে ছবি তোলার হিড়িক মুশফিকদের
বিপিএলের নবম আসরের চমক সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে আসরের শুরু থেকেই দলটি আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। যেভাবে দাপুটে খেলে একটির পর একটি দলকে হারিয়ে চলেছে, সেরকম শক্তিশালী দল কিন্তু তারা গড়েনি। মালিকপক্ষের নিঃস্বার্থ নিবেদন, প্রধান কোচ রাজিন সালেহের তত্ত্বাবধানে দেশীয় কোাচিং স্টাফদের আন্তরিকতা আর মাশরাফির নেতৃত্বে ২২ গজে দারুণ লড়ছে সিলেট। সব মিলিয়ে সিলেট হয়ে উঠেছে বিনে সুঁতোয় গাঁথা একটি মালার মতো। সেই সিলেট এবার নতুন চমক দেখিয়েছে পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফানকে দলে ভিড়িয়ে।
২২ গজে ইরফান আহামরি কোনো বোলার নন। পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন ইরফান। উইকেট যথাক্রমে ১০টি, ৮৩টি ও ১৬টি। পাকিস্তানের হয়ে সর্বশেষ মাঠে নেমেছেন ২০১৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যানবেরায়। তাকে দলে নেওয়ার বড় চমক তার উচ্চতা। ইরফানের উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি।
পিএসএল খেলার জন্য বিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটাররা চলে যেতে শুরু করেছেন। সিলেটের হয়ে খেলা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম চলে গেছেন। তাদের জায়গায় সিলেট যে দুই ক্রিকেটারকে নিয়ে এসেছে তাদের একজন মোহাম্মদ ইরফান।
সিলেট স্ট্রাইকার্সে যোগ দেওয়ার পর আজই (২ ফেব্রুয়ারি) তিনি প্রথম মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন। তিনি অনুশীলনে আসার পর তার সঙ্গে ছবি তোলার ধুম পড়ে যায়। শুধু সিলেটের ক্রিকেটাররাই নন, অন্য দলের ক্রিকেটাররাও মোহাম্মদ ইরফানের সঙ্গে ছবি তুলতে চলে আসেন।
ইরফানের উচ্চতা দেখে সিলেটের মুশফিকুর রহিম, রাজিন সালেহ, জাকির হাসানসহ অনেকেই হাসি-তামাশায় মেতে উঠেন। কম যাননি মোহাম্মদ ইরফানও। ইরফানকে দেখেই মুশফিক ছবি তোলার জন্য হাসতে হাসতে তার দিকে ছুটে যান। এসময় ইরফানও এগিয়ে আসেন। দুইজন মুখোমুখি হতেই ইরফান মুশফিকের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। এসময় মুশফিক তাকে উঠে দাঁড়াতে বললে ইরফান আর উঠে দাঁড়াননি। দেখা যায় তিনি হাঁটু গেড়ে বসার পর উচ্চতায় মুশফিক তার সমান হন। মুশফিকের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।
ইরফানের সঙ্গে মুশফিক ছবি তোলার পর রাজিব সালেহ ও জাকির হাসানও ছুবি তুলতে দাঁড়িয়ে পড়েন। সঙ্গে ছিলেন মুশফিক। তাদের পেছনে দাঁড়ান ইরফান। এসময় মুশফিক ঠাট্টা করে রাজিন সালেহের মাথায় থাকা ক্যাপ সরিয়ে ফেলেন। তারা ছবি তোলার সময় মনে হবে মুশফিক-রাজিন-জাকিরের পেছনে দাঁড়ানো ইরফান কোনো কিছুর উপর দাঁড়িয়ে আছেন।
মুশফিক-রাজিন-জাকির ছুবি তোলার পর ফরচুন বরিশালের পেসার এবাদত হোসেনও চলে আসেন ছুবি তুলতে। এসেই তিনি ইরফানের দিকে মাথা উঁচু করে তাকিয়ে হাসি-ঠাট্টা করতে থাকেন। একবার লাফ দিয়ে ইরফানের উচ্চতার সমান হওয়ার চেষ্টা করেন।
এমপি/এসজি