অস্ট্রেলিয়ার ক্লাবে ব্যর্থ হয়ে বাংলাদেশে ফিরছেন হাথুরু
নতুন কোচের নাম প্রকাশ করেননি নাজমুল হাসান পাপন। তবে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি জানিয়েছেন, ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যেই আসছেন নতুন কোচ। পাপনের এমন বক্তব্যের পরদিন, মঙ্গলবার (৩১ জানুয়ারি) নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ চন্ডিকা হাথুরুসিংহকে অব্যাহতি দিয়ে শুভকামনা জানিয়েছে তার পরবর্তী আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারের জন্য।
দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ক্রিকইনফোর প্রতিবেদনের শিরোনাম, বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের প্রধান কোচ হিসেবে ফিরছেন হাথুরুসিংহে। ওই প্রতিবেদনে এটাও স্পষ্ট উল্লেখ করা হয়েছে, সুখকর স্মৃতি নিয়ে নয়, বরং অস্ট্রেলিয়ার ক্লাবে ব্যর্থ হয়ে বাংলাদেশে ফিরছেন শ্রীলঙ্কান এই কোচ।
নিউ সাউথ ওয়েলসে হাথুরুর দ্বিতীয় অভিযান মোটেও সুখকর ছিল না। প্রথম দফায় ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাউন্টি ক্লাবটিতে ছিলেন তিনি। এরপর ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন। তার কোচিংয়ে ওয়ানডেতে বদলে যায় টাইগারদের ভাগ্য।
প্রথম দফায় সাফল্যের ছাপ ফেলে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর আনুষ্ঠানিকভাবে বিদায় নেন হাথুরু। কয়েক মাস পর বাংলাদেশে ফেরত এসেছিলেন শ্রীলঙ্কার কোচ হয়ে। এরপর স্টিড রোডস ও রাসেল ডমিঙ্গোকে পরখ করে ফের হাথুরুর মতো কঠোর একজন কোচের খোঁজে নামে বিসিবি।
গত বছরের শেষ দিকে বাংলাদেশ ক্রিকেটে ডমিঙ্গো যুগের অবসান ঘটে। এরপরই কঠোর ও আক্রমণাত্মক কোচের খোঁজে নামে পাপনের বোর্ড। তাই শুরু থেকেই গুঞ্জনে ছিল হাথুরুর নাম। মজার বিষয় হলো, এবারও নিউ সাউথ ওয়েলসে ছেড়ে বাংলাদেশ আসছেন তিনি।
কিন্তু এ যাত্রায় ব্যর্থতার দায় নিয়ে কাউন্টি ক্লাব ছাড়তে হচ্ছে তাকে। বাজে একটি মৌসুমই পার করছে নিউ সাউথ ওয়েলস। শিফিল্ড শিল্ড ও মার্শ কাপ, দুই টুর্নামেন্টেই টেবিলের তলানিতে অবস্থান করছে ক্লাবটি। তাতে ইতোমধ্যে ধাক্কা লেগেছে তাদের কোচিং প্যানেলে।
দুঃসময়ে টাইগারদের কোচ হওয়ার সুযোগ! যা লুফে নিয়েছেন হাথুরু। ‘গোল্ডেন হ্যান্ডশেকে’র মাধ্যমে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্লাব থেকে। সহকারী কোচকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিউ সাউথ ওয়েলস পুরুষ ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার।
তিনি বলেছেন, ‘চন্ডিকা গত কয়েক বছরে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস, দ্য ব্লুজ এবং সিডনি থান্ডারে চমৎকার অবদান রেখেছেন এবং তাকে যেতে দেখে আমরা ব্যথিত। আন্তর্জাতিকভাবে কোচিংয়ের ভূমিকা নেওয়ার তার যে ইচ্ছা, সেটা বুঝতে পারছি। তাই তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা।’
এসজি