ঢাকাকে ১৫৬ রানের চ্যালেঞ্জ বরিশালের
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সিলেট পর্বের শেষ ম্যাচে খেলতে নেমে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে করেছে ১৫৬ রান করেছে ফরচুন বরিশাল।
এনামুল হক বিজয় ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি বরিশালকে ভালোই শুরু এনে দিয়েছিল ৪২ রান করে। কিন্তু এই জুটি ভেঙে যাওয়ার পর বরিশাল দ্রুতই আরও ২ উইকেট হারায়। ১৯ বলে তিন বাউন্ডারিতে ১৫ রান করা সাইফ হাসানকে আমির হামজা ফিরিয়ে দেওয়ার পর তার পরের ওভারে তিনি জাদরানকেও ২ রানে ফিরিয়ে দেন। এই দুজনের মাঝে মুক্তার আলী তার প্রথম ওভারেই সাকিব আল হাসানের মূল্যবান উইকেট তুলে নেন। সাকিব করেন মাত্র ৫ রান। ফলে বরিশালের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪২ থেকে ৫ উইকেটে ৫৩ অর্থাৎ ১৪ বলে ১১ রানে হারায় ৩ উইকেট। ইফতেখার এসেও বেশি সময় টিকতে পারেননি। নাসির হোসেন বল হাতে তুলে নিয়েই তাকে ফিরিয়ে দেন ১০ রানে।
দলের এরকম বিপর্যয় ঘটলেও অপর প্রান্তে ওপেনার এনামুল হক ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করছিলেন। আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৫০ বলে ৬টি করে ছক্কা ও চার মেরে ৭৮ রানের ইনিংস খেলার পর আজ তিনি আর সেরকম ইনিংস খেলতে পারেননি। সৌম্য সরকার বল হাতে নেওয়ার পর তাকে ফিরিয়ে দেন। এনামুল ১ ছক্কা ও ৫ চারে ৩৫ বলে ৪২ রান করে উইকেটের পেছনে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়েন। দলের রান তখন ১৪ ওভারে ৫ উইকেটে ৯২।
এসময় অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সালমান হোসেন হাল ধরে দলের রানকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। দুইজনে ষষ্ঠ উইকেট জুটিতে ৪.১ ওভারে যোগ ৪২ রান যোগ করলে দলের রান ১৫৬ পর্যন্ত যায়। মাহমুদউল্লাহ ২৭ বলে ২ ছক্কা ও ৪ চারে ৩৯ রান করে শরিফুলের শিকার হন। সালমান ১২ বলে ১৪ রান করে সালমান ইরশাদের শিকার হন।
এমপি/এসজি