ঢাকার নিয়ম রক্ষার ম্যাচে বরিশালের শীর্ষে উঠার লড়াই
বিপিএলের নবম আসরে প্রথম দল হিসেবে সিলেটি স্ট্রাইকার্স প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। এই নিশ্চিতকরণ কাজটি করতে গিয়ে তারা ৩১ রানে হারিয়েছিল খুলনা টাইগার্সকে। খুলনার হারে শুধুমাত্র সিলেট স্ট্রাইকার্সেরই শেষ চারে খেলা নিশ্চিত হয়নি, একইসঙ্গে ফরচুন বরিশালের শেষ চারে খেলা নিশ্চিত হয়ে যায়। বরিশালের পয়েন্ট ৮ ম্যাচে ১২। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিলেটে বরিশাল তাদের শেষ ম্যাচ খেলবে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে। খেলা শুরু হবে বেলা দেড়টায়।
বিপিএলে আজই সিলেট পর্বের পর্দা নামবে। ঢাকা ডমিনেটরস এবারের আসরে প্রথম দল হিসেবে বিদায় নিয়ে ছিল রংপুর রাইডার্সের কাছে ৫ উইকেটে হারের পর। এরপর থেকে তাদের বাকি ম্যাচগুলো শুধুই নিয়ম রক্ষায় পরিণত হয়। সেই নিয়ম রক্ষার ম্যাচগুলো শুরু করবে আজ থেকে।
ঢাকার জন্য নিয়ম রক্ষার হলেও বরিশালের জন্য আছে শীর্ষে থাকার লক্ষ্য। শীর্ষ দুইয়ে থাকতে পারলে কোয়ালিফায়ার-১ খেলার সুযোগ পাবে। যেখানে হারলেও বাদ পড়ার সম্ভাবনা থাকে না। তখন কোয়ালিফায়ার-২ খেলার সুযোগ থাকে। বরিশালের সামনে সিলেট স্ট্রাইকার্স, পেছনে পেছনে ধাওয়া করছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। আজকের ম্যাচ জিততে পারলে বরিশাল সেই লক্ষ পূরণে অনেক এগিয়ে যাবে।
লক্ষ পূরণে ঢাকার বিপক্ষে জয়ের স্মৃতি নিয়ে। ২০ জানুয়ারি চট্রগ্রামে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ঢাকা জয়ী হয়েছিল ১৩ রানে। বরিশালের ৫ উইকেটে ১৭৩ রানের জবাব দিতে নেমে করেছিল ৪ উইকেটে ১৬০ রান।
এমপি