বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা
নেট রানরেটে পিছিয়ে থাকায় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কপাল পুড়েছে বাংলাদেশের। বিদায় নিয়েছে সুপার সিক্স পর্ব থেকে। দলের এমন বিদায়ের পর সুখবর পেলেন স্বর্ণা আকতার। সেটা হলো, সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা একাদশে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।
টুর্নামেন্টের প্রথম সংস্করণে শিরোপা উল্লাস করেছে ভারত। গতকাল (২৯ জানুয়ারি) পচেফস্ট্রুমে ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের হারিয়েছে এশিয়ার মেয়েরা। এর পরদিন, সোমবার (৩০ জানুয়ারি) সবার পারফরম্যান্স বিবেচনায় টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।
সদ্য সমাপ্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ ছক্কা হাঁকিয়েছেন ভারতের শেফালি। দ্বিতীয় সর্বোচ্চ ৬ ছক্কা মারা দুইজনের একজন স্বর্ণা। আসর জুড়ে ১৫৭.৭৩ স্ট্রাইক রেটে পাঁচ ম্যাচে তিনি করেছেন ১৫৩ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার ছয়ে আছেন বাংলাদেশের তরুণ এই ব্যাটার।
টুর্নামেন্টে যখনই সুযোগ পেয়েছেন, তিনি ব্যাট হাতে অবদান রেখেছেন। প্রতিটি ম্যাচেই ২০ এর বেশি রান করেছেন স্বর্ণা। খেলেছেন সর্বোচ্চ ৫০ রানের ইনিংস। তার ওই ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানে জিতেছিল বাংলাদেশ।
সেরা একাদশ: শ্বেতা সেহরাওয়াত (ভারত), গ্রেস স্ক্রিভেনস (ইংল্যান্ড), শেফালি বর্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), দেউমি বিহাঙ্গা (শ্রীলঙ্কা), র্স্বণা আকতার (বাংলাদেশ), কারাবো মেসো (দক্ষিণ আফ্রিকা), পর্শভি চোপড়া (ভারত), হান্না বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া)।
দ্বাদশ খেলোয়াড়: আনোশা নাসির (পাকিস্তান)।
এসজি