টিকে থাকার মিশনে ঢাকার সংগ্রহ ১৪৪
বিপিএলের নবম আসরে শেষ চারে যাওয়ার লড়াইয়ে ঢাকা ডমিনেটরস আছে আইসিইউতে ঢোকার অপেক্ষায়। আইসিইউতে ঢোকা মানেই বিপিএলে এবারের আসরে দর্শক হয়ে থাকা। আইসিইউতে না ঢোকার জন্য ঢাকা আজ বিভাগীয় স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ৫ উইকেটে ১৪৪ রান।
ঢাকার ব্যাটিং লাইনের সমস্যা হচ্ছে যেদিন অধিনায়ক নাসিরের ব্যাট আসে, সেদিন অন্যদের ব্যাটে রান আসে না। আবার সৌম্য সরকারের ব্যাটে রান আসলে, অন্যদের ব্যাট নিশ্চুপ হয়ে যায়। ওসমান খান রান পেলেন তো অন্যরা ব্যর্থ। এভাবেই ঢাকা এক একটি ম্যাচ খেলেছে, আর হারের বৃত্তে ঘুরপাক খেয়েছে। সে কারণে প্রথম ম্যাচ জেতার পরও টানা ছয় ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্হাকে শোচনীয় করে তুলে। আগের ম্যাচে একই অবস্হায় পড়ে খুলনার বিপক্ষে কোনো রকম জয় পেয়ে শেষ চারের লড়াইয়ে টিকে থাকার পর, আজ রাংপুরের বিপক্ষে ব্যাট হেসেছে শুধু ওসমান খানের। তার ৫৫ বলে ৩ ছক্কা আর ৭ চারে অপরাজিত ৭৩ রান ঢাকার মান রক্ষা করে মোটামুটি লড়াই করার মতো পুঁজি এনে দেয়।
ওসমান খান ছাড়া দলের দ্বিতীয় সবোচ্চ রান ছিল অধিনায়ক নাসির হোসেনের ১ ছক্কা ৩ চারে ২২ বলে ২৯ রানের। এই দুইজন পঞ্চম উইকেট। জুটিতে ৫৫ রান সংগ্রহ করেন ৭.৩ ওভারে। রংপুরের আজমতউল্লাহ ওমরজাই ২৭ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন মাহেদি হাসান ও হারিস রউফ।
এমপি/এসএন