এক জয়ে দুই উপহার দেওয়ার অপেক্ষায় সিলেট
ঢাকা থেকে বিপিএল যখন সিলেট স্থানান্তরিত হয়, তখন দুই জায়গার আবহাওয়ায় ছিল ব্যাপক পার্থক্য। ঢাকায় শীতের আমেজ ছিল না বললেই চলে। কিন্তু সিলেটে তখন প্রচণ্ড শীত। শীতের সকাল যেমন থাকে কুয়াশাচ্ছন্ন তেমনি সন্ধ্যায়ও।
এমন আবহাওয়ায় শীতের আড়মোড়া ভেঙে সিলেটবাসী উত্তাপ পেতে জেগে উঠেছিলেন বিপিএল নিয়ে। সিলেট স্ট্রাইকার্স তখন উড়ছে আকাশে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিপিএলের ইতিহাসে নিজেদের মাঠে প্রথমাবার খেলতে এসেছে।
কিন্তু রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে সিলেটের বাজেভাবে হার সমর্থকদের উত্তাপ দেওয়ার পরিবর্তে আরও বেশি করে কনকনে শীত পাইয়ে দিয়েছিল। এবারের বিপিএলে এ পর্যন্ত খেলে আসা ম্যাচে সিলেটের এটিই ছিল সবচেয়ে বাজে খেলা।
সিলেটের ক্রিকেটাররা মাশরাফির নেতৃত্বে সমর্থকদের খুব বেশি সময় কনকনে শীতে থাকতে দেননি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৭৪ রানের চ্যালেঞ্জ গ্রহণ করে সিলেট ম্যাচ জিতেছিল ৭ উইকেটে। যদিও সিলেট ভেন্যুর পর্দা নামবে আগামীকাল মঙ্গলবার, কিন্তু সিলেট নিজেদের মাঠে আজই খেলবে শেষ ম্যাচ।
সমর্থকদের চাওয়া হার দিয়ে শুরু হলেও জয় দিয়ে যেন শেষ হয় নিজেদের ভেন্যুর খেলা। প্রতিপক্ষ খুলনা টাইগার্স আজ সিলেট জয়ী হতে পারলে শুধু জয় দিয়েই সিলেট পর্ব শেষ করবেন না। একইসঙ্গে প্রথম দল হিসেবে শেষ চারে খেলাও নিশ্চিত করবে। তাই এক জয়ে সিলেট স্ট্রাইকার্স সমর্থকদের দুটি উপহার দিতে পারবে? খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
এক জয়ে দুটি উপহার পেতে হলে হারাতে হবে খুলনাকে। দুইদলের এবারের বিপিএলে আজই হবে প্রথম সাক্ষাৎ। শেষ চারে যাওয়ার লড়াইয়ে খুলনার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। সাত ম্যাচে পয়েন্ট মাত্র ৪। আজ তারা হেরে গেলে শেষ চারে যাওয়ার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়বে। তাই তারা চাইবে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে সিলেটকে মরণ কামড় দিতে।
এমপি/এমএমএ/