গার্সিয়াকে বিদায় করে লিনেটের ইতিহাস
অস্ট্রেলিয়ার ওপেনে মেয়েদের এককে শিরোপার শক্ত ভাগিদার ছিলেন পোল্যান্ডের ইগা সোয়াতেক। চতুর্থ রাউন্ডে তার বিদায় ঘণ্টা বাজিয়েছেন এলেনা রিবাকিনা। সোয়াতেকের বিদায়ের পরদিন, সোমবার একই মঞ্চে ইতিহাস গড়েছেন তার স্বদেশি ম্যাগদা লিনেট।
টুর্নামেন্টের অষ্টম দিনে অঘটনের জন্ম দিয়েছেন লিনেট। চতুর্থ বাছাই কারোলিন গার্সিয়াকে বিদার করে দিয়েছেন এই পোলিশ কন্যা। র্যাঙ্কিংয়ের ৪৫ নাম্বারে থাকা লিনেট জিতেছেন ৭-৬ (৭/৩), ৬-৪ গেমে। ৩০ বছর বয়সে প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিনি।
ইতিহাস গড়া জয়ের পর লিনেট বলেছেন,‘সত্যিই আমার এটা বিশ্বাস হচ্ছে না। আমি জানি না কি হয়েছে। সত্যিই আমি বাকরুদ্ধ। অনুভূতি প্রকাশের শব্দ হারিয়ে ফেলেছি। তবে এটা বলছি না যে এটা অপ্রত্যাশিত ছিল, কারণ কোর্টে এসে ভালো খেলায় আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম।’
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিনেটের প্রতিপক্ষ কারোলিনা প্লিসকোভা। আগামী বুধবার কোর্টে গড়াবে দুজনের শেষ আটের ম্যাচ। তৃতীয় রাউন্ডেও প্লিসকোভা জয় পেয়েছেন সরাসরি সেটে। কোয়ার্টারে উঠার পথে এখন পর্যন্ত একটি সেটও হারেননি চেকের এই প্রতিদ্বন্দ্বী।
একই সরাসরি সেটের জয়ে মেয়েদের এককে আরেক ধাপ এগিয়ে গেছেন আরিনা সাবালেঙ্কা। বেলিন্ডা বেলসিচকে ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। কোয়ার্টারে তার প্রতিপক্ষ ডোনা বেকিচ, যিনি তৃতীয় রাউন্ডে লিন্ডা ফ্রুহভির্তোভার বিপক্ষে পেয়েছেন ঘাম ঝরানো জয়। জিতেছেন ৬-২, ১-৬, ৬-৩ গেমে।
এমএমএ/