সরাসরি সেটের জয়ে শুরু জোকোভিচের
মেলবোর্ন পার্কে রাজকীয় প্রত্যাবর্তন পেলেন অস্ট্রেলিয়ান ওপেনের রাজা নোভাক জোকোভিচ। রবার্তো কার্বেলেসের বিপক্ষে সরাসরি সেটের জয়ে টুর্নামেন্টের ১১১তম আসর শুরু করেছেন তিনি। হার্ড কোর্টের গ্র্যান্ড স্লামে সর্বোচ্চ নয়বারের চ্যাম্পিয়ন মঙ্গলবার (১৭ জানুয়ারি) জিতেছেন ৬-৩, ৬-৪, ৬-০ গেমে।
করোনার ভ্যাকসিন না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকোভিচ। সার্ব কিংবদন্তিকে বিতাড়িত করা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। এমনকি তার ভিসাও নিষিদ্ধ করা হয়েছিল তিন বছরের জন্য। তবে সেই নিষেধাজ্ঞা এবং টিকা নেওয়ার শর্ত শিথিল করায় পছন্দের কোর্টে ফিরেন ২১ গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।
মূল টুর্নামেন্ট শুরুর আগে অ্যালিডেল ইন্টারন্যাশনালে লড়েন জোকোভিচ। ওয়ার্ম-আপ টুর্নামেন্টে শিরোপা জয়ের মধ্য দিয়ে প্রস্তুতি সারেন ৩৫ বছর বয়সী এই অ্যাথলেট। এবার রড লেভার অ্যারেনায় দুর্বল প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে শুভসূচনা পেলেন তিনি।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ছেলেদের এককে ঘাম ঝরানো জয় পেয়েছেন অ্যান্ডি মারে এবং আলেকজান্ডার জেভেরেভ। দুজনেই জিতেছেন পাঁচ সেটের থ্রিলার। প্রথম রাউন্ডে ছেলেদের এককে সবচেয়ে ‘হাইভোল্টেজ’ ম্যাচ ছিল মারে এবং মাত্তেও বেরেত্তিনির লড়াই।
কঠিন ম্যাচে প্রথম দুই সেটে ৬-৩ গেমে জিতে নেন মারে। তৃতীয় সেট (৬-৪) জিতে আশা বাঁচিয়ে রাখেন বেরেত্তিনি এবং এই ইতালিয়ান সমতায় ফেরেন চতুর্থ সেটে। দুই জনের হাড্ডাহাড্ডি লড়াই হয় পঞ্চম সেটেও, যা ৭-৭ (১০/৬) গেমে জিতে এ যাত্রায় রক্ষা পান ব্রিটিশ তারকা মারে।
অপরদিকে জেভেরেভ শুরু করেছিলেন হার দিয়ে। তবে শেষতক জুয়ান পাবলোকে ৪-৬, ৬-১, ৫-৭, ৭-৬ (৭/৩), ৬-৪ গেমে পরাস্ত করেন তিনি।
এসজি