মুগুরুজার বিদায়, জাবেউরের কষ্টার্জিত জয়
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনে নারী এককে বড় অঘটন গার্বিন মুগুরুজার বিদায়। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুইবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন এবং সাবেক নাম্বার ওয়ান তারকাকে প্রথম রাউন্ডে হারিয়েছেন এলিস মের্টেন্স। মুগুরুজার বিদায়ের দিনে কষ্টার্জিত জয়ে পার পেয়ে গেছেন ওন্স জাবেউর।
বয়স আর ক্যারিয়ার সাফল্য, উভয় দিক থেকে মেলবোর্ন পার্কে মের্টেন্সের বিপক্ষে নিরঙ্কুশ ফেবারিট ছিলেন মুগুরুজা। ভেনেজুয়েলান বংশোদ্ভুত স্প্যানিশ তারকা শুরুটাও করেছিলেন ফেবারিটের মতো। প্রথম সেটে বেলজিয়ান প্রতিপক্ষকে ৬-৩ গেমে উড়িয়ে দেন তিনি।
কিন্তু ছন্দটা ধরে রাখতে পারেননি মুগুরুজা। উল্টো দুর্দান্ত প্রত্যাবর্তনে তার সর্বনাশ করেন গ্র্যান্ড স্লামে সর্বোচ্চ সেমিফাইনাল খেলা মের্টেন্স। দ্বিতীয় সেট ৭-৬ (৭/৩) গেমে জিতে সমতায় ফেরেন তিনি। তৃতীয় সেটে ৬-১ ব্যবধানের দাপুটে জয়ে প্রথম রাউন্ডেই ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট মুগুরুজার বিদায়ের গল্প লিখেন মের্টেন্স।
মুগুরুজার বিদায়ের পর তামারা জিদানসেকের বিপক্ষে তিন সেটের থ্রিলার জিতেন জাবেউর। উদীয়মান দুই তারকার লড়াইয়ে আরবকন্যা জয় পান ৭-৬ (১০/৮), ৪-৬, ৬-১ গেমে।
এসজি