বিশ্বকাপে আফ্রিদি আছেন ফখর জামান নেই
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ইনজুরিতে থাকার পরও পেসার শাহীন শাহ আফ্রিদিকে রাখা হয়েছে। কিন্তু জায়গা হারিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামান। ১৫ জনের দলে নতুন মুখ শান মাসুদ। এ ছাড়া দলে আবার ডাক পেয়েছেন হায়দার আলী।
হাঁটুর ইনজুরির কারণে শাহীন শাহ আফ্রিদির এশিয়া কাপ খেলা হয়নি। এখনো তিনি সুস্থ হয়ে উঠেননি। কিন্তু বিশ্বকাপ শুরু হতে এখনো এক মাসেরও বেশি সময় থাকায় তাকে দলে রাখা হয়েছে। বর্তমানে তিনি লন্ডনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আশা আগামী মাসেই আফ্রিদি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।
ফখর জামান দলে জায়গা হারিয়েছেন বাজে ফর্মের কারণে। এই বছর তিনি ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৯৬। গড় ছিল মাত্র ১৩.৭১। তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
নতুন মুখ শান মাসুদ ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে দারুণ খেলে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। টি-টোয়েন্টিতে নতুন হলেও টেস্ট ও ওয়ানডেতে তিনি পরিচিত মুখ।
এই দলটি নিয়েই পাকিস্তান নিউজিল্যান্ডে যাবে ত্রিদেশীয় সিরিজ খেলতে। আসরের তৃতীয় দল বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।
স্ট্যান্ডবাই: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ দাহানি।
এমপি/আরএ/