সোমবার, ৩ মার্চ ২০২৫ | ১৮ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ

আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। ছবি: সংগৃহীত

১৫ বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতির দায়িত্ব ফিরে পেলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। আজ রোববার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যসচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব। তাঁর বাবা আবুল খায়ের মোহাম্মদ নূরুল্লাহ শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম ছিলেন এবং তাঁর ভাই ওয়ালিওল্লাহ রাব্বানি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। সভায় ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এবারও শোলাকিয়ায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। দূরদূরান্ত থেকে মুসল্লিদের আসার সুবিধার্থে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করা হবে।

এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, সেনাবাহিনীর মেজর রায়হান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, সিভিল সার্জন সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির রমজান আলী এবং ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া।

উল্লেখ্য, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ নূরুল্লাহ ৩০ বছর ধরে শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেন। ২০০৩ সালে বার্ধক্যের কারণে এ দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ২০০৪ সালে তাঁর ছেলে আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ ইমামতির দায়িত্ব নেন। তিনি ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে সরিয়ে দেয়। এরপর ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ শোলাকিয়ার ইমাম হন।

২০২৩ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পরিবর্তন হয়। ৩ সেপ্টেম্বর রাজধানীর রামপুরা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ফরীদ উদ্দীন মাসউদকে আসামি করা হয় এবং তিনি পলাতক রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতির দায়িত্ব পুনরায় ফিরে পেলেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

Header Ad
Header Ad

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

একটি পলাতক দল দেশ ছেড়ে গেলেও তারা এখনও দেশটিকে অস্থিতিশীল করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার (৩ মার্চ) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

প্রধান উপদেষ্টা বলেন, “আমার কোনো চিন্তাভাবনা ছিল না হঠাৎ করে একটা সরকারের প্রধান হবো। আর সেই দেশ এমন যেখানে সব তছনছ হয়ে গেছে। কোনো কিছুই ঠিকমতো কাজ করছে না। আমার প্রথম চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা এবং মানুষের দৈনন্দিন জীবন সহজ করা।”

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর দেশে অনেক পরিবর্তন এসেছে। অর্থনীতিকে সহজ করা হয়েছে এবং দেশ-বিদেশের আস্থা অর্জন সম্ভব হয়েছে। তার ভাষায়, “এটা পরিষ্কার— সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। দেশের মানুষেরও আমাদের ওপর আস্থা আছে। আমাদের মধ্যে ভুলভ্রান্তি হতে পারে, কিছু ভালো করেছি, কিছু ভালো করতে পারিনি— এটাও সত্য।”

ছাত্রদের রাজনৈতিক দল গঠনের বিষয়ে তিনি বলেন, “নতুন দলকে সরকার কোনো সহায়তা করে না। যে রাজনীতি করতে চায়, সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে। তিনজন ছাত্র প্রতিনিধি সরকারের অংশ ছিলেন, কিন্তু যারা রাজনীতিতে যেতে চেয়েছেন, তারা ইস্তফা দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি করছেন।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি আগেও বলেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে এবং এখনও ভালো আছে। ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ, পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি যে, আমরা তা থেকে বিচ্যুত হতে পারবো না।”

তিনি আরও বলেন, “মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যা অপপ্রচারের ফলাফল। এই অপপ্রচারের কারণে কিছু মেঘ দেখা দিয়েছে, তবে আমরা এই ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করছি।” তিনি জানান, ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী যা ঠিক হবে, আমরা তাই করবো। তবে আমরা সবাই ভাই ভাই, আমাদের একসঙ্গে এই দেশকে এগিয়ে নিতে হবে। যারা অন্যায় করেছে, তাদের বিচার হওয়া উচিত, আর সেটাই করা হবে।”

Header Ad
Header Ad

যাদের হাতে উঠল এবারের অস্কার  

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ ভোরে বসেছে ৯৭তম অস্কারের আসর। বিনোদন দুনিয়ায় বিশ্বের সব থেকে বড় মঞ্চ পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে। অস্কারে সেরার সেরাদের বেছে নেওয়া হয়। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয়েছে এ অস্কার ঘোষণা।

জানা গেছে, ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক সিনেমা স্থান পেয়েছে অস্কারের তালিকায়। জেনে নিন কাদের হাতে উঠল এবারের অস্কার?

আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পান তিনি। অন্যদিকে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জোয়ি সালডানা। এর অবদানের জন্য মা এবং বোনকে মঞ্চ থেকেই স্যালুট জানান অভিনেত্রী। এ সময় নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি জোয়ি। এ ছাড়া বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা সিনেমায় কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় অর্জন করেন তিনি। এ ছাড়া সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।

এদিকে অস্কারের জন্য সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেজ’। সিনেমাটির 'এল মাল' গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল ও জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হন।

Header Ad
Header Ad

মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ

মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত করা হচ্ছে।

সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইডি থেকে এক স্ট্যাটাসে আবরার ফাহাদের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়ার এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ‌‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরনোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে সন্দেহে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। তার নির্মম হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

আবরার ফাহাদের হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালে বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. ইউনূস
যাদের হাতে উঠল এবারের অস্কার  
মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ
পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ৬
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া  
লন্ডন সম্মেলনে ইউক্রেনকে সমর্থনে চার পদক্ষেপ  
সেকেন্ড রিপাবলিক ‘তত্ত্ব’ থেকে সবাই একটু সাবধান থাকবেন : মির্জা আব্বাস  
নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৮  
খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে শুনানি আজ  
ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা আলোচনা সভা 
মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা
বিশ্বের সাথে একই দিনে রোজা-ঈদ পালনের পথ খোঁজার অনুরোধ তারেক রহমানের
ঢাকায় ছিনতাইবাজদের খপ্পরে জনপ্রিয় অভিনেতা, চিনতে পেরে বলল ‘মোবাইল নেওয়ার দরকার নাই’
প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি: বিদ্যুৎ উপদেষ্টা
১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ
নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহ উদ্দিন আহমেদ
গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধের ঘোষণা ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ