টি-টোয়েন্টির দায়িত্ব থেকে ডোমিঙ্গোকে অব্যাহতি
মিরপুরে হোম অব ক্রিকেটের আবহাওয়ার পূর্বাভাসে যে আভাস দিয়েছিল শেষ পর্যন্ত তাই হয়েছে। টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাসেল ডোমিঙ্গোকে। ফলে তার আর এশিয়া কাপ থেকে দলের সঙ্গে থাকা হবে না। তবে টি-টোয়েন্টির দায়িত্ব হারালেও টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব থাকবে তার কাছে। পাশাপাশি এখন থেকে তিনি ঘরোয়া আসরের খেলাগুলোও ফলো করবেন। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডোমিঙ্গোকে সঙ্গে নিয়ে একথা জানান।
তিনি বলেন, ‘আমি আপনাদের আগে জানিয়েছি, আমরা একজন টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালট্যান্ট নিয়েছি। শ্রীরামের সঙ্গে বসা হলো। রাসেল ডমিঙ্গোর সঙ্গে বসা হয়েছে আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমাদের মাঝে ভালো আলোচনা হয়েছে। আমরা তাকে (ডোমিঙ্গোকে) ওয়ানডে ও টেস্টের দায়িত্ব দিয়েছি, আর টি-টোয়েন্টিটা আলাদা করেছি।’
বিসিবি সভাপতি আজ মিরপুরে রাসেল ডোমিঙ্গো, শ্রীধরন শ্রীরাম ও সাকিব আল হাসানকে নিয়ে বৈঠক করেন। সেখানে বিসিবি সভাপতি দুই কোচের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য খোলাখুলি আলোচনা করেন। আলোচনা প্রাণবন্ত হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। যে কারণে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি এসেছিলেন রাসেল ডোমিঙ্গোকে নিয়েই। টি-টোয়েন্টি দলের দায়িত্ব হারালেও ডোমিঙ্গো তা হাসি মুখেই মেনে নিয়েছেন। তার সঙ্গে বিসিবির চুক্তি আছে চলতি বছরের ২০২৩ সালেল নভেম্বর পর্যন্ত।
নতুন দায়িত্ব বন্টনে টি-টোয়েন্টি দলের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম এখন থেকে এই ফরম্যাটে সব ধরনের পরিকল্পনা করবেন। এই দলে থাকবে না কোনো প্রধান কোচ। পাশাপাশি তিনি ঘরোয়া এনসিএল, বিসিএল, ডিপিএল আসরের খেলাগুলোর দিকে খেয়াল রাখবেন। এমন কি তিনি বাংলাদেশ ‘এ’ দলের খেলাও দেখবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন।
বিসিবি সভাপতি বলেন, ‘তবে টি-টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য একটা দায়িত্ব বেড়েছে ডমিঙ্গোর। এখন থেকে তিনি ঘরোয়া ক্রিকেটেও নজর দেবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কীভাবে এবং কোনো প্রক্রিয়ায় তাদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে আসবেন, সেদিকেও তিনি মনোযোগ দেবেন।
নাজমুল হাসান যোগ করেন, ‘আমাদের মাঝে যে আলোচনা হয়েছে তাতে করে ডোমিঙ্গো আমাদের পরিকল্পনা দেবেন। আপনারা সবাই জানেন আমাদের এফটিপির সূচি বেশ ঠাসা। কারও পক্ষে এভাবে সফল করা সহজ নয়। ও কী করবে, না করবে সেসব নিয়ে আমাদের একটা লম্বা পরিকল্পনা দেবে দুই তিন সপ্তাহের মধ্যে। সে এনসিএল দেখতে বলে আগ্রহ দেখিয়েছে। ‘এ’ দলের খেলাগুলোও দেখতে চায়। এ ছাড়া ভবিষ্যতে আমাদের খেলোয়াড় কারা আছে সেগুলোও দেখতে চেয়েছে। এমন কী যারা জাতীয় দলে নেই তাদের নিয়েও কাজ করবে।’
এমপি/এসএন