‘এ’ দলের কাণ্ডারি অধিনায়ক মিঠুনই
উইন্ডিজ সফরে সাদা পোশাকের ক্রিকেটে জাতীয় দল বিধ্বস্ত হয়ে এসেছে মাসখানিকও হয়নি। সিনিয়রদেরই যেন অনুসরণ করতে যাচ্ছিল ‘এ’ দল। কিন্তু সে পথে হাঁটতে ইচ্ছুক ছিলেন না অধিনায়ক মোহাম্মদ মিঠুন। চার দিনের প্রথম ম্যাচে ৬৬ রানে পাঁচ উইকেট হারিয়ে সেন্ট লুসিয়ার সাগরে যখন ভাসছে বাংলাদেশ দল, তখন সেখানে পাঞ্জেরির ভূমিকায় অবতীর্ণ হন অধিনায়ক মিঠুন। তিনিই পথ দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দলকে। সঙ্গী হিসেবে পেয়েছেন অফ স্পিনার নাঈমকে। মিঠুন ৪২ ও নাঈম ২৩ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ১৩৫। মাঠ খেলার অনুপোযুক্ত থাকায় প্রথম দিনের খেলা হয়েছে মাত্র ৪৩ ওভার।
কোনো প্রাকৃতিক বৈরিতার কারণে দুই দলের দুই ম্যাচের চার দিনের সিরিজের প্রথম দিন পুরো ৯০ ওভার খেলা হয়নি। এটি হয়েছে মানুষ কর্তৃক সৃষ্ট কারণে। কয়েকদিন আগে ড্যারেন স্যামি স্টেডিয়ামে একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানের কারণে মাঠে কিছু সমস্যা তৈরি হয়েছিল। এতে করে বোলারদের রান আপের জায়গা ও আউট ফিল্ড খেলার জন্য উপযুক্ত ছিল না। এই সমস্যা সারতে শুরুর পরও প্রায় চার ঘণ্টার মতো বন্ধ ছিল খেলা।
বাংলাদেশ ‘এ’ দল বেশ শক্তিশালীই বলা যায়। জাতীয় দলে খেলা মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ ছাড়াও জাতীয় দল ও জাতীয় দলে থেকে বাদ পড়া আরও বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন দলে। উইনিডজ দলেও একই অবস্থা ছিল। কিন্তু টস জেতার পর বোলিং বেছে নিয়ে স্বাগতিক দলের কাপ্তান জসুয়া ডি সিলভা ড্রাইভিং আসনে বসে পড়েন বোলারদের কল্যাণে। জাতীয় দলে অভিষেকের পর থেকেই ভালো-মন্দের মিশ্র অনুভূতি নিয়ে এগোতে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় আরেকটি গোল্লা মারেন। বাদ পড়া দুই ক্রিকেটার সাদমান ইসলাম (১৭) ও সাফি হাসানও (২০) সুবিধা করতে পারেনি। ফজল মাহমুদ (১) ও জাকির হাসানও (৭) ফিরে যান দ্রুত। এইি পাঁচ জনের বিদায়ে ধুঁকতে থাকে দল। দলের রান দাঁড়ায় পাঁচ উইকেটে ৬৬। সেখান থেকে মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলীকে নিয়ে সাময়িক প্রতিরোধ গড়ে তুলেন ২৫ রান যোগ করে। জাকের আলী আউট হওয়ার পর জুটি বাধেন মিঠুন ও নাঈম। এই দুইজনে আর কোনো উইকেটের পতন হতে না দিয়ে দিন পার করে দেন। দলের রানকে নিয়ে যান ১৩৫-এ। জুটিতে তারা অবিচ্ছিন্ন থাকেন ৪৪ রান যোগ করে। ওভার খেলেন ১১.১টি। মিঠুন ৭৯ বলে সাত চারে ৪২ ও নাঈম ৪৫ বলে তিন চারে ২৩ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন। স্বাগতিক দলের মারকুইনো মাইন্ডলে ৪৩ রানে তিনটি ও জাস্টিন গ্রিভস ২৫ রানে দুই উইকেট।
এমপি/এসএন