১৭ দিনের ব্যবধানে আজ আবার বিসিবির সভা
মাত্র ১৭ দিনের ব্যবধানে বিসিবির পরিচালনা পর্ষদের সভা আজ (বৃহস্পতিবার)। দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এ সভা। বিসিবির আগের সভা অনুষ্ঠিত হয়েছিল ১৭ জুলাই।
বিসিবির সর্বশেষ সভার এজেন্ডা ছিল পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাছাই করা। সেই কাজটি বিসিবি করেছিল দুইটি প্রতিষ্ঠান কক্স আর্কিটেকচার ও পপুলাস আর্কিটেকচাকে বাছাই করে। কিন্তু তাদের কার্যাদেশ দেওয়া হয়নি নৌকা আকৃতির নকশা করা স্টেডিয়ামের। কারণ তখন শুধু প্রেজেন্টেশন দেখে বিসিবি সন্তুষ্ট হয়ে বাছাই করেছিল। তখনই জানানো হয়েছিল আর্থিক বিষয় জানার পর তারা দ্রুততম সময়ে প্রতিষ্ঠান চূড়ান্ত করবেন। এখানে আরেকটি বিষয় কাজ করছে। তাহলো ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হয়েছে বাংলাদেশ। আইসিসি সভা থেকে ফিরে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিসিবি সভাপতি জানিয়েছিলেন ফাইনাল খেলা তিনি পূর্বাচল শেখ হাসিনা আর্ন্তজাতিক স্টেডিয়ামে করতে চান। একই সঙ্গে তিনি সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছিলেন। যেহেতু নির্মাণ কাজই শুরু হয়নি। তবে চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন। আজকের সভায় এ ব্যাপারে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন ও সেই আসরে মেয়েদের দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা হবে সভায়।
এদিকে সভায় আলোচনা হতে পারে টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন অধিনায়ক নিয়ে। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাজ করছে হ-য-ব-র-ল অবস্থা। জিম্বাবুয়ের বিপক্ষে সেই হ-য-ব-র-ল অবস্থা আরও দিনের আলোর মতো ফুটে উঠেছে। সামনে এশিয়া কাপ, আছে নিউ জিল্যান্ডে পাকিস্তানের অংশগ্রহণে তিন জাতির টি-টোয়েন্টি আসর। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাহমুদউল্লাহকে বিশ্রামে পাঠিয়ে শুধু জিম্বাবুয়ে সফরের জন্য নুরুল হাসান সোহানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে তিনি ছিটকে যান সিরিজ থেকে। পরে সে দায়িত্ব পালন করেন মোসাদ্দেক। আজকের সভায় আসতে পারে এই ফরম্যাটে নতুন অধিনায়কের নাম। বাতাসে বেশি ভেসে বেড়াচ্ছে সাকিবের নাম? এর আগে সহ-অধিনায়কের নাম ঘোষণা না করে বিসিবি যে ভুল করেছিল এবার আর সে ভুল করবেন না বলে একটি সূত্রে জানা গেছে। সাকিবকে অধিনায়ক করে ডেপুটি হিসেবে দেওয়া হবে নুরুল হাসান সোহানকে।
এমপি/এসএন