খাবার টেবিলে মেসি-নেইমারদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
দলের মধ্যে একতা বাড়াতে ক্লাবে নতুন নিয়ম চালু করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। নিয়ম অনুযায়ী খাবার টেবিলে মেসি-নেইমারদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ প্রসঙ্গে স্প্যানিশ সংবাদমধ্যম 'মার্কা'র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজির খেলোয়াড়দের জন্য ৩টি নতুন নিয়ম চালু করেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ে। এর মধ্যে একটি হচ্ছে, অনুশীলন সকাল সাড়ে ৮টা থেকে ৮টা ৪৫ মিনিট। এর মধ্যে কোনো কারণ ছাড়াই দেরি করলে বাসায় ফেরত পাঠানো হবে। ফলে সেদিন তার অনুশীলন করা হবে না।
দ্বিতীয় নিয়মে বলা হয়েছে, সকাল এবং দুপুরের খাবারের সময় কোনো ফুটবলার মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। আর সর্বশেষ নিয়মটি হচ্ছে, ক্লাবে এসে সবাইকে একসঙ্গে খাবার খেতে হবে।
পিএসজি কোচ মনে করেন, এসব নিয়ম পালনের ফলে দলের মধ্যে আরও একতা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ১৮ মাস পিএসজির ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন পচেত্তিনো। তার অধীনে ৮৪টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে পিএসজি। তবে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতেও ব্যর্থ হন তিনি। ফলে ফরাসি লিগ ওয়ান জিতেও বিদায় নিতে হয় তাকে। তার জায়গায় আসেন গালতিয়ে।
এসআইএইচ