বাংলাদেশের সফরে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা
দিমুথ করুণারত্নের নেতৃত্বে বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সফরের জন্য প্রাথমিকভাবে ২৩ জনের নাম ঘোষণা করা হয়েছিল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ টেস্টের সিরিজ খেলতে ৮ মে শ্রীলঙ্কা দল ঢাকা আসবে। প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে চট্টগ্রামে। দ্বিত্বীয় টেস্টের ভেন্যু ঢাকা। শুরু হবে ২৩ মে।
বাংলাদেশ সফরে বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা যাবে না। লাহিরু থিরিমান্না, এ চারিথ আসালঙ্কা, লাহিরু কুমারা ও দুশমন্থ চামিরা স্কোয়াডে জায়গা পাননি। টেস্ট খেলার প্রতি অনীহার কারণে রাখা হয়নি রোেশেন সিলভাকে। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিনেশ চান্দিমালের মতো সিনিয়র ক্রিকেটাররা আছেন দলে।
শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্ডু মেন্ডিস, নিরোশান ডিকবেলা, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, সুমিন্ডা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশানাকা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।
এমপি/এমএমএ/