ক্রিকেটারদের ঈদ উদযাপন
ঈদ আনন্দের। কখনো কখনো এই উপলক্ষকে আরো রঙিন হয়ে উঠে কোনো সুখবরে বা নুতন কিছু প্রাপ্তিতে। পেসার তাসকিনের জন্য এবারের ঈদ সে রকমই বাড়তি আনন্দের। কারণ ঈদের কয়েকদিন আগেই তিনি কন্যা সন্তানের জনক আছেন। এর আগে তিনি পুত্র সন্তানের জনক হয়েছিলেন। কন্যার পিতার হওয়ার আনন্দে যেন তার অন্তর থেকে দূর হয়ে গেছে ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্টের সিরিজ খেলতে না পারার দূ:খ। নিজেকে সারাতে তিনি আবার ৬ মে যাচ্ছেন লন্ডন। ইনজুরি কিংবা চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার ভাবনা এখন তাসকিনের জন্য কিছুটা হলেও আড়ালে চলে গেছে। তার ভাবনার রাজ্যে শুধুই তার রাজকন্যা। আনন্দে বিভোর তাসকিন পিতা ও পুত্রের জন্য নিজেসহ একই রকমের পাঞ্জাবি কিনে ঈদ উদযাপন করেছেন। একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন। শুধুমাত্র আজকের দিনের জন্য খাওয়া-দাওয়াতেও এনেছেন কিছুটা পরিবর্তন।
মুমিনুল হক সৌরভ গত ২ বছর করোনার কারণে নিজ জেলা কক্সবাজারে যেতে পারেননি ঈদে। এবার করোনার নেই কোনো বিধিনিষেধ। তাইতো দক্ষিণ আফ্রিকা থেকে এসেই প্রিমিয়ার ক্রিকেটে সুপার লিগে অংশ নিয়ে খেলা শেষে রবিবারে বিমানে চলে যান কক্সবাজারে। মা-বাবার ও পরিবারের সবার সঙ্গে করেছেন ঈদ। তাসকিনের মতোই ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে পড়া মেহেদি হাসারন মিরাজও ছেলেকে নিয়ে ছবি পোষ্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ভিডিও পোষ্ট করে দিয়েছেন শুভেচ্ছা বার্তা, এক মাসের সিয়াম সাধনা শেষে আবার আসছে খুশির ঈদ। মহামারির ধাক্কা কাটিয়ে এবারের ঈদ হোক সবার জন্য আনন্দময়।’ তিনি ঈদ করেছেন ঢাকাতে।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ একটি ঈদ কার্ড দিয়ে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। আফিফি হোসেন ধ্রুব পাঞ্জাবি পড়া নিজের ছবি দিয়ে লিখেছেন সবাইকে ঈদের শুভেচ্ছা।
মাশরাফি ঈদ করেছেন ঢাকাতেই।
এমপি
এমপি