টাইগারদের ক্যাম্প চট্টগ্রামে
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজ শুরু হবে চট্টগ্রাম থেকে। যে কারণে মুমিনুলদের ক্যাম্পও শুরু করা হবে সেখান থেকে। প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে আর ক্যাম্প শুরু হবে ৮ মে। অবশ্য ৮ তারিখ দলে সুযোগ পাওয়া সবাইকে রিপোর্ট করতে বলা হয়েছে। রিপোটিংয়ের পর ঐদিন সবাই চলে যাবেন চট্টগ্রামে। পরের দিন থেকে শুরু হবে অনুশীলন।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে ক্রিকেটাররা দেশে ফিরে এসে প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে অংশ গ্রহণ করেন। ২৮ এপ্রিল লিগ শেষ হওয়ার পর ক্রিকেটাররা এখন আছেন ছুটিতে। এদিকে বিদেশি কোচিং স্টাফরা ফিরে যান নিজ নিজ দেশে। জানা গেছে তারা বাংলাদেশে ফিরবেন ৭ মে।
এদিকে বাংলাদেশ দল যে দিন রিপোর্ট করবে, সেদিনই বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা দল। প্রথমে তাদের সূচি ছিল সরাসরি চট্টগ্রামে যাওয়ার। কিন্তু পরে সেখানে পরিবর্তন আনা হয়েছে। তাার ঢাকাতেই নামবেন। এখানেই অনুশীলন করবেন এপ্রিল। পরে ১০ ও ১১ এপ্রিল একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে। এরপর তারা চট্টগ্রামে যাবে ১৩ এপ্রিল। সেখানে অনুশীলন শেষে তারা প্রথম টেস্ট খেলতে নামবে ১৫ মে।
এমপি/এমএমএ/