চতুর্থ স্থানেই সন্তুষ্ট আবাহনী!
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে চলতি মৌসুমে চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। আজ লিগের শেষ ম্যাচে তারা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৬৩ রানে হারিয়েছে। বিকেএসপির ৪ নম্বার মাঠে আবাহনী আগে ব্যাট করে ৯ উইকটে ২৭৫ রান করে। জবাব দিতে নেমে রূপগঞ্জ টাইগার্স ৪৫.৫ ওভারে ২১২ রানে অলআউট হয়।
আজকের রাউন্ড দিয়ে এবারর মৌসুমের সমাপ্তি ঘটেছে। ১৫ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৮। রূপগঞ্জ টাইগার্স ১২ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে মৌসুম শেষ করেছে।
টস জিতে ব্যাট করতে নেমে আবাহনীর শুরুটা ছিল খুবই বাজ। ৬৪ রানে ৪ উইকেট হারায়। এরপর আফিফ হোসেন ধ্রুব ৭৮, মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ৬২, জাকের আলী অনিক ৪৮, তানজিম হাসান সাকিব ২৬ রান করলে আবহনীর সংগ্রহ নির্ভরতা পায় ৯ উইকেটে ২৭৫ রানে। আব্দুল গাফফার রনি ২৩ রানে ও মাইনুদ্দিন তারেক ৫৭ রানে নেন ৩টি করে উইকেট। নাসুম আহমেদ ৩১ রানে নেন ২ উইকেট।
জয়ের লক্ষে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্সেরও শুরুটা ছিল বাজে। তারা ৭৭ রানে হারায় ৫ উইকেট। দলের এ রকম বিপর্যয়ে আরিফুল হক এক প্রান্তে হাল ধরে ইনিংস টেনে নিয়ে যেতে থাকেন। কিন্তু অপর প্রান্তে তাকে সেভাবে কেউ সঙ্গ দিতে পারছিলেন না।
শেষ পর্যন্ত তিনি একাই লড়াই করে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৫ রানে আউট হন তানজিম হাসান সাকিবের বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ধরা পড়ে। তার ৭৩ বলের ইনিংসে ছিল ৬ ছক্কা ও ৮ চার। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ইমরানউজ্জামানের ৩৩। মোহাম্মদ সাইফউদ্দিন ৩৮ রানে ৪ উইকেট নেন।
মোসাদ্দেক হোসেন সৈকত ৩ উইকে নিতে খরচ করেন ৩৭ রান। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হন মোহাম্মদ সাইফউদ্দিন।
এমপি/এমএমএ/