ইনজুরিতে মিরাজ আউট নাঈম ইন
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ইনজুরির মিছিল দীর্ঘায়িত হলোই। যোগ হলেন মিরাজ। ছিটকে গেছেন প্রথম টেস্ট থেকে।
আজ বুধবার (২৭ এপ্রিল) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজের ছিটকে পড়ার বিষয়টি জানায়। মিরাজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাঈম হাসানকে।
মেহেদি হাসান মিরাজ যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না এ রকম শঙ্কা আগে থেকেই ছিল। ২৪ এপ্রিল প্রিমিয়ার বিভাগ ক্রিকেটের সুপার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। তার ডান হাতের কনিষ্ঠ আঙুল ব্যথা পান। পরে এক্সরে রিপোর্টে তার হাড় ডিসপ্লেস ও ফ্রাকচার ধরা পড়ে। বিসিবির ডাক্তার দেবাশীষ চৌধুরী সে সময় মিরাজের ইনজুরি নিয়ে ঢাকাপ্রকাশকে জানিয়েছিলেন দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে মিরাজকে। এরপর তার অবস্থা দেখে বোঝা যাবে মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে পারবেন কি না? কিন্তু আজ বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক্তার দেবাশীষ চৌধুরীর বরাত দিয়ে জানানো হয়েছে মিরাজকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে। যে কারণে তার পক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলা সম্ভব হবে না।
নাঈম হাসান সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালে উইন্ডিজের বিপক্ষে মিরপুরে। তিনি এখন পর্যন্ত ৭ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ২৫টি। সেরা বোলিং ৬১ রানে ৫ উইকেট।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিট থাকা সাপেক্ষে)।
এমপি/এসএন