ভালো পারফর্ম করে এসজির সঙ্গে সর্ম্পক ধরে রাখতে চান লিটন দাস
২২ গজে ভালো পারফর্ম করে বিশ্ব বিখ্যাত ক্রিকেট সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজির সঙ্গে নিজেরে সখ্যতা ধরে রাখতে চান লিটন দাস। আজ রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানটির ব্রান্ড অ্যাম্বাসেডর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
লিটন বলেন, ‘আমি ভালো করেছি বলেই এসজি প্রতিষ্ঠান আমাকে তাদের ব্রান্ড অ্যাম্বাসেডর করেছে। আমি চাইব আমার এই পারফরম্যান্স ধরে রেখে এসজির সঙ্গে সর্ম্পক ধরে রাখতে।’
এসজি প্রতিষ্ঠানের ব্যাট দিয়ে বাংলাদেশে খেলে থাকেন সাকিব-মুমিনুলরা। এ ছাড়া সাবেক গ্রেট ব্যাটসম্যান সুনিল গাভাস্কারও এসজি ব্যাট দিয়ে খেলতেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসজির বাংলাদেশ পরিচালক ও এসএনপি স্পোর্টসের পাপলু দত্ত, এসজি বাংলাদেশের টিম লিডার প্রদ্যুত কুমার তালুকদার।
এক প্রশ্নের জবাবে লিটন দাস বলেন, তার সাফল্যের রহস্য এসজি ব্যাট নয়, তিনি নিজেই। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে বাংলাদেশ ভালো করতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ ভালো করবে বলে তিনি আশাবাদী।
লিটন বলেন, ‘যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা হবে, তাই আমরা আশা করতেই পারি, আমরা ভালো কিছু করবো। যেহেতু এশিয়ার দল, আমরা অনেকদিন থেকেই তাদের সঙ্গে ভালো খেলছি। আশা করা যায় আমরা ভালো ফল করবো।’
এসজি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় এখানে এসজির ক্রিকেটের প্রয়োজনীয় ব্যাট, গ্লাভস, প্যাড, বল, হেলমেটসহ সব সামগ্রী পাওয়া যাবে।
এমপি/এসএ/