অগ্রিম টাকা ফেরত ছাড়াই সাকিবকে মোহামেডানের ছাড়পত্র
লন্ডন থেকে লিজেন্ডস অব রপগঞ্জের চেয়ারম্যান লুৎফুর রহমান বাদলের ফোন আমেরিকাতে সাকিবের কাছে। ফোন করেই সাকিবকে সরাসরি তার ক্লাবে খেলার প্রস্তাব করেন। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলতে সাকিব আসবেন বাংলাদেশে। তার কয়েকটি ম্যাচ খেলতে পারলে ভালো হয়। এই কথা বলেই সাকিবও আর কোনো বাক্য ব্যয় না করে সরাসরি লুৎফুর রহমান বাদলের প্রস্তাবে রাজি হয়ে যান।
সাকিবের সুবজ সংকেত পেয়েই লুৎফুর রহমান বাদল সোমবার মধ্যরাতে বাংলাদেশে ফোন করে বিষয়টি জানান। তারপর আজ মোহামেডান ক্লাবের আনুষ্ঠানিকতা শেষ করা হয়। কাল শেষ হবে সিসিডিএমের আনুষ্ঠানিকতা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বিকেল অথবা সন্ধ্যার দিকে সাকিব বাংলাদেশে এসে পৌঁছাবেন। পরদিন বৃহস্পতিবার বিকেএসপির ৪ নম্বরে তিনি মাঠে নামবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
সাকিব গতবারে মতো এবারও মোহামেডানের হয়ে খেলার জন্য দলেই থেকে গিয়েছিলেন। কিন্তু লিগে তিনি মোহামেডানের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি প্রথমে দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে থাকায়, পরে পরিবারের সদস্য অসুস্থ হয়ে পড়াতে দেশে ফিরে আসার পর আবার যুক্তরাষ্ট্রে চলে যান মেয়ে আলাইনার স্কুলের জন্য। এরই মাঝে আবার তার শাশুড়িও মারা যান। এদিকে মোহামেডান পরে সুপার লিগেই উঠতে না পারায় সাকিবের শেষ সুযোগও আর থাকেনি ক্লাবের হয়ে খেলার।
মুশফিক-মিরাজ-রাহীর মতো সাকিবও কোনো ম্যাচ না খেলাতে অন্য ক্লাবের হয়ে খেলার সুযোগ চলে আসে। মিরাজ-মুশফিককে নিয়ে নেয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বর্তমানে তাদের পয়েন্ট ১১ খেলায় ২০। শিরোপা জিততে তাদের চাই আর দুইটি জয়। এদিকে ৪ পয়েন্টে পিছিয়ে থেকে লিজেন্ডস অব রূপগঞ্জও শেষ চেষ্টা করে যাচ্ছে শিরোপার জন্য। মাশরাফির নেতৃত্বে শক্তি বাড়াতে তারা সাকিবকে দলে টেনে নিয়েছে।
মিরাজ-মুশফিককে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে মোহামেডান ক্লাব থেকে নেওয়া অগ্রিম টাকা ফেরত দেওয়ার বিষয়টি সামনে চলে এসেছিল বেশ গুরুত্বসহকারে।
মোহামেডান-শেখ জামাল-দুই ক্রিকেটার-এই ত্রিপক্ষীয় বোঝাপড়ার পরই মোহামেডান ক্লাব ছাড়পত্র দিয়েছিল। মিরাজ অগ্রিম টাকার চেক জমা দেওয়ার পর ছাড়পত্র পেলেও মুশফিক ছাড়পত্র পাওয়ার পর টাকা জমা দিয়েছেন। জানা গেছে ইতিমধ্যে দুই জনের টাকাই মোহামেডান ক্লাবের একাউন্টে জমা হয়েছে। কিন্তু সাকিবের ক্ষেত্রে এ রকম পরিস্থিতি তৈরি হয়নি। সাকিবও যেমন রূপগঞ্জে খেলার জন্য কোনো রকম চাহিদা করেননি, তেমনি মোহামেডান ক্লাবও ছাড়পত্র দেওয়ার সময় সাকিবকে দেওয়া অগ্রিম টাকা ফেরত চায়নি। একটি সূত্রে জানা গেছে সাকিবের ছাড়পত্রও মোহামেডান ক্লাব প্রস্তুত করে রেখেছে। আজ সিসিডিএমে ছাড়পত্র ও সাকিবের লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার বিষয়ে আবেদনপত্র জমা দেওয়া হবে।
সাকিবকে অগ্রিম টাকা ফেরত ছাড়াই ছাড়পত্র দেওয়ার বিষয়ে একটি সূত্রে জানা গেছে গত মৌসুম শেষে সাকিবকে যখন মোহামেডান রেখে দিয়ে মুশফিক-মিরাজ-মাহমুদউল্লাহদের দলে নিয়েছিল, তখন সকল ক্রিকেটারকেই একটা নির্দিষ্ট পরিমান অর্থ অগিম্র হিসেবে দিয়েছিল। যার পরিমাণ ছিল মোট চুক্তির শতকরা ২৫ ভাগ। তবে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে অগ্রিম টাকার পরিমাণ বেশিও ছিল বলে জানা যায়। কিন্তু সাকিবের সঙ্গে চুক্তি ছিল অন্য রকম।
সাকিব ক্লাব কর্তপক্ষকে জানিয়ে দিয়েছিলেন তিনি লিগে খেলেন, বা না খেলেন অগ্রিম হিসেবে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে। সেই কারণেই ছাড়পত্র দেওয়ার সময় সাকিবের অগ্রিম টাকার বিষয়টি আর সামনে আসেনি। কিন্তু তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের কাছ থেকে পরবর্তীতে কোনো টাকা নেবেন কি না তা সাকিবের উপর নির্ভর করছে। সাকিবের সঙ্গে ক্লাব চেয়ারম্যানের সর্ম্পক খুবই ঘনিষ্ট। লুৎফুর রহমান বাদল যখন মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাবের ক্রিকেট কমিটির দায়িত্বে ছিলেন, তখন সাকিব আর তামিম ছিলেন তার সঙ্গী। সেই ঘনিষ্ট সর্ম্পকের কারণেই সাকিবের রূপগঞ্জে খেলা।
এমপি/এমএমএ/