রমিজ রাজাই থাকছেন পিসিবির চেয়ারম্যান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে রমিজ রাজার সখ্যতা ছিল বেশ গাড়। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন রমিজ রাজাকে। দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ সফলতার সঙ্গেই কাজ করে যাচ্ছেন রমিজ রাজা। কিন্তু বর্তমানে ক্ষমতায় নেই ইমরান খান সরকার। অনাস্থাভোটে হেরে গেছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরীফ।
ক্ষমতায় পালাবদলের পর পিসিবির চেয়ারম্যান পদ নিয়েও শঙ্কা তৈরি হয়। ইমরান খানের ঘনিষ্টজন হওয়াতে রমিজ রাজার বিদায়ও অনেকেই আসন্ন মনে করেন। এদিকে শাহবাজ শরীফ সরকারের অনেকেই পিসিবির এ পদের প্রতি আগ্রহী ছিলেন। যে কারণে অনেকেই মনে করেছিলেন রমিজ রাজার বিদায় আসন্ন। যেকোনো সময় তার বিদায় ঘণ্টা বাজতে পারে, নতুবা তিনি নিজ থেকে পদত্যাগ করতে পারেন। কিন্তু আপাতত তার কোনোটিই হচ্ছে না। রমিজ রাজাও পদত্যাগ করছেন না। শাহবাজ শরীফ সরকারেরও ইচ্ছে নেই রমিজ রাজাকে সরানোর। যে কারণে বলা যায় রমিজ রাজা থেকে যাচ্ছেন পিসিবি প্রধান হিসেবে। পাকিস্তানের সংবাদ মাধ্যমে এমন খবরই প্রকাশ হয়েছে।
শাহবাজ শরীফ সরকার ক্রিকেটকে তার গুরুত্ববপূর্ণ কাজের মধ্যেই রেখেছেন। পেয়েছে অগ্রাধিকার। যে কারণে তারা সহজেই সেখানে কোনো রকমের হস্তক্ষেপ করতে আগ্রহী না। রমিজ রাজা যেভাবে ক্রিকেট চালাচ্ছেন, তাতে করে তাকে সরানোর কোনো কারণ নতুন সরকার দেখছেন না। তারা মনে করছেন রমিজ রাজা ভালোভাবেই কাজ চালাচ্ছেন। তাকে সরালে আবার সব কিছু নতুন করে গোছাতে হবে। তাই এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। রমিজ রাজা ২০২১ সালে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেন।
এমপি/টিটি/