শিরোপার ঘ্রাণে শুরু হবে শেখ জামালের সুপার লিগ
সুপার লিগ মানেই শিরোপার ঘ্রাণ পাওয়া। তবে তা সব দলের জন্য নয়। গুটিকয়েক দলের জন্য। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আজ থেকে শুরু হওয়া সুপার লিগে শিরোপার ঘ্রাণ নিয়েই ময়দানী লড়াইয়ে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যাদের ঝুলিতে আছে ১৮ পয়েন্ট। যা নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ে ৪ পয়েন্ট বেশি। সুপার লিগে ৫ ম্যাচের খেলার আলোকে এই ৪ পয়েন্ট ব্যবধান ঘুচানো নিকটতম দুই প্রতিদ্বন্দ্বিন্দ্বীর জন্য খুবই কঠিন এক কাজ। এই দুই দল যদি নিজ নিজ খেলায় শেখ জামালকে হারাতে পারে, তবেই তিন দলের পয়েন্ট সমান হবে। এখানে শেষে জামাল জয়ী হলে তারা আরও এগিয়ে যাবে। আবার আবাহনী ও লিজেন্ডসের খেলায় যে দল হারবে তারা আরও পিছিয়ে পড়বে। লিগ পর্বে এ দুই দলের কাছেই শেখ জামাল হার মানেনি। তাই সব দিক দিয়ে এগিয়ে থেকেই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপার বৃষ্টিতে ভেজার স্বপ্ন নিয়ে সুপার লিগ শুরু করবে ইমরুল কায়েসের দলটি।
আজ প্রথম দিন তাদের প্রতিপক্ষ সুপার লিগে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স। খেলাটি হবে বিকেএসপির ৩ নম্বর মাঠে। শেখ জামাল, আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ ছাড়া বাকি তিন দলের জন্য সুপার লিগ শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। অপর দুই দল হলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আজ অপর দুই ম্যাচে বিকেএসপি ৪ নম্বর মাঠে মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং মিরপুরে খেলবে আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের পয়েন্ট ১২, রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকের্টার্সের পয়েন্ট ১০।
শিরোপা জেতার জন্য শেখ জামালের প্রয়োজন ৩টি জয়। এমনিতেই লিগ পর্বে দুর্দান্ত খেলা দলটি শিরোপা জিততে মরিয়া। তাইতো শক্তি বাড়াতে তারা মোহামেডান থেকে নিয়ে এসেছে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজকে। ৪ পয়েন্টে ব্যবধান কমিয়ে শিরোপা ধরে রাখতে আবাহনীও শেষ চেষ্টা করতে বদ্ধ পরিকর। এ জন্য তাদের বিদেশি ক্রিকেটারও নতুন দেখা যাবে। সুপার লিগ থেকে খেলবেন শ্রীলঙ্কান ধনাঞ্জায়া ডি সিলভা। লিগে আবাহনীর হয়ে প্রথমে আফগান নজিবুল্লাহ জাদরান ও ভারতের হনুমা বিহারি খেলেছিলেন।
জাতীয় দলে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর শেষ রাউন্ডে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিজ নিজ ক্লাবের হয়ে খেলেছেন। সেখানে মুশফিক ও মিরাজ নতুন করে যোগ হওয়ার পাশাপাশি প্রাইম ব্যাংকের হয়ে তামিম ইকবালেরও খেলার কথা ছিল। কিন্তু এই তারকা ক্রিকেটার বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
দলগত লড়াইয়ের পাশাপাশি লিগ পর্বে দারুণ ফর্মে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলাম ও প্রাইম ব্যাঙ্কের এনামুল হক বিজেয়র দিকেও সবার নজর থাকবে আলাদা করে। দুই ব্যাটম্যানই ১০টি করে ম্যাচে খেলে ২টি করে সেঞ্চুরি ও ৫টি করে হাফ সেঞ্চুরি করেছেন। রান নাঈমের ৭৪৯ ও এনামুল হক বিজয়ের ৭২৮। দুই জনের সামনেই হাজার রান ছোঁয়ার হাতছানি। যদি দুই জনেই তাই করতে পারেন, তাহলে এক ক্যালেন্ডারে গাজী আশরাফ হোসেন লিপুর পর তারাই হবেন সে মাইলফলকের ভাগীদার।
এমপি/টিটি