উন্নত চিকিৎসার জন্য তাসকিনকে ইংল্যান্ডে পাঠানো হবে
সাদা পোষাকে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা দুই পেসার ডানহাতি তাসকিন আহমেদ ও বাঁহাতি শরিফুল ইসলামকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দেই টেস্টের সিরিজে পাওয়া যাবে না। ইনজুরিতে থাকা এই দুই ক্রিকেটারের একজন তাসকিন, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কথা ভাবছে বিসিবি। আর শরিফুলকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ক্ষীন সম্ভাবনা আছে। এমনটিই রবিবার জানিয়েছেন বিসিবিরি ক্রিকেট অপরেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
জালাল ইউনুস বলেন, ‘তাসকিনের কাঁধের সমস্যা আছে। এটা কনজারভেটিভ ট্রিটমেন্টে ৬ সপ্তাহের বেশি সময় লাগবে। তারপরেও কখন ঠিক হবে নিশ্চিত না। তাই আমরা বাইরে থেকে পরামর্শ নিতে চাই। আমরা তাকে বাইরে পাঠাতে চাই। ইংল্যান্ডে সার্জনের সঙ্গে আলাপ করছি, যে মুস্তাফিজের চিকিৎসা করেছে। তার পরামর্শ নেয়া হবে।’ উল্লেখ্য দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে তাসকিন আহমেদ কাঁধের ইনজুরিতে পড়েন। দ্বিতীয় ইনিংসে তিনি ব্যথা নিয়েও বোলিং করেছিলেন। পরে দ্বিতীয় টেস্টের আগেই তিনি দেশে ফিরে আসেন, সঙ্গে শরিফুলও। শরিফুল গোড়ালির ইনজুরির কারণে প্রথম টেস্টের সেরা একাদশ থেকেই ছিটকে পড়েন।
দুই ক্রিকেটার দেশে ফিরে আসার পর তিন সপ্তাহের রিহ্যাবে চলে যান। যার দুই সপ্তাহ চলে গেছে। কিন্তু আশানুরূপ উন্নতি ঘটেনি। বিশেষ করে তাসকিনের। এ দিকে চলতি বছর জাতীয় দলের প্রচুর ম্যাচ। এ সব ম্যাচে তাসকিনের উপস্থিতি জরুরি। এ মুহুর্তে তাসকিন রয়েছেন দুর্দান্ত ফর্মে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতার পাশপাশি তাসকিন হয়েছিলেন সিরিজ সেরাও। এ মুহুর্তে তিনিই একমাত্র বোলার, যিনি তিন ফরম্যাটেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। তাই তার সেরে উঠাটা জরুরি।
শরিফুল গোড়ালির সমস্যা ক্রমেই কাটিয়ে উঠলেও তিনি অন্য একটি রোগে আক্রান্ত বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘শরিফুলও প্রথম টেস্টে অনিশ্চিত। ওর একটা সমস্যা আছে। সামনে প্রচুর খেলা। আমরা দ্রুত ট্রিটমেন্ট চাই।’
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে আজ মিরপুরে নির্বাচকরা দল গঠন নিয়ে সভাও করেছেন। যেখানে গুরুত্ব পেয়েছে তাসকিন ও শরিফুলের ইনজুরির বিষয়টিও। মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করবে তাদের খেলা, না খেলা। তবে প্রথম টেস্টে তাদের দুই জনের একজনকেও পাওয়ার সম্ভাবনা নেই বলে জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘এটা আসলে বলা যাচ্ছে না। প্রথম টেস্টে পাওয়ার সম্ভাবনা কম। আমরা মেডিক্যাল রিপোর্ট না পেলে কিছু বলতে পারছি না। তাসকিনের তো কাঁধের ইনজুরি। শরিফুলেরও ইনজুরি আছে। ওদের রিহ্যাব চলছে। দেখা যাক, রিকভার করতেও পারে।’
এমপি/এএস