মিঠুনের সেঞ্চুরি টপকে আবাহনীর জয়
ম্যাচের আগেও দুই দল সমান অবস্থানে ছিল। মিরপুর স্টেডিয়ামে বাংলা নবর্বষের প্রথম দিনে আবাহনী-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে দুই দলের সামনেই সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের লড়াকু সেঞ্চুরির পরও ম্যাচটা হেরে গেছে প্রাইম ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে আবাহনী ২৮ রানে পরাজিত করেছে প্রাইম ব্যাংককে। রাউন্ড রবীন লিগে ১০ ম্যাচে আবাহনীর জয় এখন ৭টি, প্রাইম ব্যাংকের ৬টি।
দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই আবাহনীর হয়ে আজ মাঠে নেমে পড়েন লিটন দাস, মাহমুদুল হাসান জয়। প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন মুমিনুল হক। কেউই অবশ্য বড় স্কোর পাননি। লিটন ৩০, জয় ২১ রান করলেও মুমিনুল করেছেন ১৫ রান।
আগে ব্যাট করা আবাহনী ৭ উইকেটে ২৭১ রান তুলেছিল। জাকের আলী ৩০, আফিফ ৩০, হানুমা বিহারী ৫৮, মোসাদ্দেক ৪০, শামীম ৩৬, সাইফউদ্দিন অপরাজিত ১৪ রান করেন। প্রাইম ব্যাংকের মেহেদী হাসান ৩টি, রাকিবুল ২টি, নাহিদুল ১টি উইকেট পান। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়া প্রাইম ব্যাংককে একাই টেনেছেন মিঠুন। কিন্তু শেষ রক্ষা হয়নি ৪৮.১ ওভারে ২৪৩ রানে অলআউট হয় দলটি। লিস্ট-এ ক্রিকেটে এটি মিঠুনের তৃতীয় সেঞ্চুরি ছিল। ৯৫ বলে ১০৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হন তিনি।
এ ছাড়া শাহাদাত দিপু ৩৯, মেহেদী হাসান ১৯, নাহিদুল ২৪, রাজা ১৬, রাকিবুল ১৪ রান করেন। দল হারলেও মিঠুন ম্যাচ সেরা হন।
বিকেএসিপর ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৪ রানে পরাজিত করে সুপার লিগে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই শামিল হয়েছে রূপগঞ্জ টাইগার্স। আগামীকাল মোহামেডান যদি লিজেন্ডস অব রূপগঞ্জকে পরাজিত করে, তাহলে তিন দলেরই পয়েন্ট সমান ১০ করে হবে। তখন নেট রান রেটে সুপার লিগের শেষ দুই দলের চূড়ান্ত হবে।আর মোহামেডান হেরে গেলে তারা বাদ পড়ে যাবে।
আগে ব্যাট করে গাজী ক্রিকেটার্স ৭ উইকেটে ২০৫ রান করেছিল। মেহেদী মারুফ ৫৬, আকবর আলী ৪৮, গুরিন্দার সিংহ ৪৯, মিম মোসাদ্দেক ৩১ রান করেন। রূপগঞ্জের নাসুম, মুকিদুল, এনামুল জুনিয়র ২টি করে উইকেট নেন। জবাবে ৪৭.৪ ওভারে ৬ উইকেটে ২০৮ রান তুলে জয় পায় রূপগঞ্জ। আসিফ আহমেদ রাতুল ৪৯, ফজলে রাব্বি ৭৪, শরীফউল্লাহ ১৬, সাদ নাসিম অপরাজিত ২১, ফরহাদ রেজা অপরাজিত ১৯ রান করেন। ১০ ওভারে ৩ মেডেনসহ ২২ রানে ২ উইকেট নেওয়া নাসুম ম্যাচ সেরা হন।
এমপি/এমএমএ/