অল ইংলিশ-স্প্যানিশ ফাইনাল, না অন্য কিছু!
উয়েফা চ্যাম্পিনস লিগে ফুটবল বিশ্ব অন্য রকম দুটি রাত দেখেছে। প্রথমে তারা দেখেছে স্প্যনিশ ফুটবলের জয় জয়কার। পরে দেখেছে ইংলিশ ফুটবলে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের প্রথম দিন মঙ্গলবার রাতে সেমিতে জায়গা করে নেওয়া লা-লিগার দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল। বুধবার রাতটি হয়ে উঠে ইংলিশ দুটি ক্লাব লিভারপুল ও ম্যানচেস্টার সিটির। সেমি ফাইনালও হবে ইংলিশ বনাম স্প্যানিশের। ম্যান সিটি খেলবে ২৬ এপিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ফিরতিটা খেলবে ৪ মে। ২৭ মে মুখোমুখি হবে লিভারপুল ও ভিয়ারিয়াল। পরবর্তীতে তাদের দেখা মিলবে ৩ মে।
চ্যাম্পিয়নস লিগের আসরে ইংল্যান্ড ও স্পেনের চারটি করে ক্লাব খেলার সুযোগ পেয়ে থাকে। সেখান থেকে এবার কাকতলীয়ভাবে দুই দেশের তিনটি করে ক্লাব কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ক্লাবগুলো ছিল ইংল্যান্ডের লিভারপুল, ম্যান সিটি ও বর্তমান চ্যাম্পিয়নস চেলসি এবং স্পেনের রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। বাদ পড়েছিল অবিশ্বাস্যভাবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা গ্রুপ পর্ব থেকেই। ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড বাদ পড়েছিল শেষ ষোলোতে। তাও আবার স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেই। কোয়ার্টার ফাইনালে দুই দেশের ছয়টি ক্লাব ছাড়া অপর দুইটি ক্লাব ছিল পর্তুগালের বেনিফিকা ও জার্মাানির বায়ার্ন মিউনিখ।
সেমিতে দুই দেশের দুইটি করে ক্লাব উঠে আসলেও এটি যে কোনো এক দেশের তিনটি ক্লাবও হতে পারতো। কিন্তু তা আর হয়নি কোয়ার্টার ফাইনালে দুই দেশের যে দুইটি ক্লাব বাদ পড়েছে, তারা কিন্তু হেরেছে আবার এই দুই দেশেরই দুইটি ক্লাবের কাছেই। রিয়াল মাদ্রিদ বিদায় করে দেয় বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে এবং ম্যানসিটি বিদায় ঘণ্টা বাজায় অ্যাটলেটিকো মাদ্রিদের।
প্রথম লেগে চেলসির মাঠে রিয়াল মাদ্রিদ করিম বেনজামার হ্যাটট্রিকে ম্যাচ জিতেছিল ৩-১ গোলে আর ম্যান সিটি ১-০ গোলে জিতেছিল নিজেদের মাঠে। দ্বিতীয় লেগে চেলসি ৩-২ গোলে রিয়ালের মাঠে জয়ী হলেও গোল গড়ে (৫-৪) বাদ পড়ে যায়। অপরদিকে ম্যানসিটি অ্যাটলিটিকোর মাঠে গোলশূন্য ড্র করে প্রথম লেগে ১-০ গোলে জয়ের সুবাদে সেমির টিকিট নিশ্চিত করে নেয়।
দুই দেশের চারটি ক্লাব সেমিতে উঠে আসার কারণে এবার অল স্প্যানিশ কিংবা অল ইংলিশ ফাইনাল যেমন হওয়ার সম্ভাবনা আছে, তেমনি আবার দুই দেশের দুইটি করে ক্লাবও ফাইনালে উঠে আসতে পারে। সে ক্ষেত্রে তখন ফাইনাল হয়ে উঠবে ইংল্যান্ড বনাম স্পেন!
এমপি/আরএ/