‘বল ছুড়ে মারায়’ খালেদের জরিমানা
পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কাইল ভেরেইনকে বল ছুড়ে মারেন খালেদ আহমেদ। ঘটনাটি ঘটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলায়। ৯৫তম ওভারে বল করতে আসেন খালেদ। ওই ওভারের পঞ্চম বলটি ডিফেন্স করলে সেই বলটি স্ট্রাইকে থাকা ভেরেইনের দিকে ছুড়ে মারেন তিনি।
এ ঘটনাকে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ উল্লেখ করে পেসার খালেদ আহমেদকে জরিমানা করেছে আইসিসি। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
ওই ঘটনার পর অবশ্য খালেদ সঙ্গে সঙ্গেই ভেরেইনের কাছে ক্ষমা চেয়েছেন। বিনা কারণে তার এমন আগ্রাসী ব্যবহারের জন্য বাংলাদেশ দলের অধিনায়ককে ডেকে তাকে সতর্ক করেন অনফিল্ড আম্পায়ার এরাসমাস।
এ ঘটনার কারণে খালেদের বিরুদ্ধে আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ী কোনো ক্রিকেটার যদি অপ্রয়োজনীয়ভাবে আম্পায়ার, ব্যাটারের দিকে আগ্রাসী মনোভাব নিয়ে বল থ্রো করেন তাহলে তা নিয়ম ভঙ্গের আওতায় পড়বে।
ওই অভিযোগে খালেদকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি ডিসিপ্লিন রেকর্ডে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।
খালেদ যে ম্যাচের জন্য জরিমানার কবলে পড়েছেন, ওই টেস্ট বাংলাদেশ হারলেও দুই ইনিংস মিলিয়ে চার উইকেট শিকার করেন তিনি। পুরো টেস্ট সিরিজজুড়েই এমন আগ্রাসী দেখা গেছে দুই দলের ক্রিকেটারদের। আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এসএ/