লিগে মোহামেডানের সবচেয়ে বড় জয়
বৃহস্পতিবার বসুন্ধরা-শেখ জামালের খেলা ৩-৩ গোলে ড্র হওয়ার পর আজ সাইফ স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্বা সংসদের খেলাও ৩-৩ গোলে ড্র হয়েছে। দিনের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। সিলেটে মোহামেডান ৫-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে চলতি লিগে সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে।
সিলেট জেলা স্টেডিয়ামে মোহামেডান ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফেডারেশনকাপ রানার্সআপ রহমতগঞ্জকে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়ে ছিল। মোহামেডানের হয়ে সোলেমানে দিয়াবাতে ২টি এবং ফরহাদ, রিয়ারডনও জাফর ইকবাল ১টি করে এবং রহমতগঞ্জের পক্ষে ফিলিপ আজাহ ১টি গোল পরিশোধ করেন। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডানে প্রথম লেগ শেষ করল পাঁচে থেকে। ৯ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের অবস্থান আটে।
এদিকে গোপালগঞ্জে প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে সাইপ স্পোর্টিং ক্লাব তিনবার পিছিয়ে পড়ে তিনবারই সমতা এনে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ৯ মিনিটে মিসাবার গোলে মুক্তিযোদ্ধা সংসদ এগিয়ে যাওয়ার পর ২১ মিনিটে সাজ্জাদ গোল করে খেলায় সমতা আনেন। ২৭ মিনিটে সজিবের গোলে আবার মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। এবার খেলার সমতা আনেন রিয়াদুল ৩১ মিনিটে। ৪ মিনিট পর সজিব নিজের দ্বিতীয় গোল করে মুক্তিযোদ্ধাকে তৃতীয়বারে মতো এগিয়ে নেন। এই গোল সাইফ পরিশোধ করে ৬৩ মিনিটে এমফন। খেলায় মুক্তিযোদ্ধার দুইজন খেলোয়াড় লালকার্ড দেখেন। রাজিব দুইর্বা হলুদ কাড দেখে লাল কার্ড এবং তারিকুল সরাসরি লালকার্ড দেখেন।
রাজশাহী মক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে পুলিশ খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই আল আমিনের গোলে এগিয়ে গিয়ে যায়, তা ধরে রেখেছিল ৮৪ মিনিট পর্যন্ত। এরপর দুই গোল হজম করে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে যায়। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে পিটার থ্যাঙ্কগড গোল করে সমতা আনার পর ৮৬ মিনিট দলের হয়ে জয়সূচক গোল করেন কেইয়াসা। চট্টগ্রাম আবাহনী ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শেখ জামালের সমান পয়েন্ট হলেও গোল গড়ে তারা আছে চতুর্থ স্থানে। সমান ম্যাচে পুলিশ ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।
এমপি/আরএ/