মেহেদি মারুফের সেঞ্চুরিতে গাজীর জয়
মেহেদি মারুফের ১১৮ রানের ইনিংসের ভর করে গাজী গ্রুপ ক্রিকেটার্স মাত্র ৪ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ৯ উইকেটে ২৫৬ রান করে। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ক্লাবও ৯ উইকেট হারিয়ে ২৫২ রানে থেমে গেলে ৪ রানে হার মেরে নিতে হয়। ম্যাচ সেরা হন মেহেদি মারুফ।
টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত হয়ে ওপেনার মেহেদি মারুফের ব্যাটে ভর করে খুবই ভালোই সূচনা করেছিল গাজী গ্রুপ। এক পর্যায়ে তাদের রান ছিল ২ উইকেটে ১৫০। ৬৮ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর মেহেদি মারুফ ও আল আমিন তৃতীয় উইকেট জুটিতে ৭২ রান যোগ করে দলের ভীত মজবুত করে দেন। এই জুটি ভেঙে যাওয়ার পর দ্রুত উইকেট পড়তে থাকলে তাদের রান সংগ্রহের গতি কমে আসে। মেহেদি মারুফের ১১৮ রান ও আল আমিনের ৩৫ রান ছাড়া পরের সর্বোচ্চ রান ছিল মাত্র ১৮। মেহেদি মারুফ ১৪০ বলে ৩ ছক্কা ও ১৩ চারে ১১৮ রান করে রেজাউরের বলে রুবেলের হাতে ধরা পড়ে বিদায় নেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে। প্রাইম ব্যাংকের রেজাউর রহমান রাজা ৩টি, রুবেল হোসেন ২টি উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এনামুল হক বিজয়ের ব্যাটে ভরে করে জয়ের পথেই ছিল প্রাইম ব্যাংক। শাহদাতকে নিয়ে তিনি উদ্বোধনী জুটিতে ৫২ রান এনে দেওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে অভিমান্যুর সঙ্গে ১১৭ রান যোগ করে দলকে জয়ের পথেই রেখেছিলেন। কিন্তু মাত্র ১ রানের ব্যবধানে দুই ব্যাটসম্যানই বিদায় নিলে চাপে পড়ে যায় প্রাইম ব্যাংক। অভিমান্যু ৭১ বলে ৫ চারে ৫৭ ও এনামুল হক বিজয় ১০০ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৮৫ রান করে বিদায় নেন। পরবর্তীতে একমাত্র নাহিদুল (৩৪) ছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে ৫০ ওভার খেলেও ৪ রানে হার মেনে নিতে হয়। হাসনা হাবিব ও রাকিবুল আতিক ৩টি করে এবং মাহমুদুল হাসান ২টি উইকেট নেন।
এমপি/আরএ/