শেখ জামালের কাছে আবাহনীর হার
আগের ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ভারতীয় ক্রিকেটার পারভেজ রাসুল প্রাইম ব্যাংকের বিপক্ষে এক বল বাকি থাকতে তার ক্লাব শেখ জামাল ধানমন্ডিকে এক উইকেটে জয় এনে দিয়েছিলেন। এবার তিনি সেই কাজটি করেছেন বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের বিপক্ষে। এবার অবশ্য ব্যাট হাতে কিছু করতে পারেননি। ১০ রান করেন। যা করার করেছেন বল হাতে। তার ২৯ রানে ৫ উইকেট আবাহনীকে ১৭৭ রানে আটকে ফেলে। পরে সেই রান শেখ জামাল তাড়া করে ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে বোলিং বেছে নিয়ে তার পুরো ফায়দা তুলে নেন শেখ জামালের বোলাররা। দলীয় ৫০ রানের আগেই দুই ওপেনার মুনিম শাহরিয়ার (২৫), মোহাম্মদ নাঈমের (৭) সঙ্গে ওয়ান ডাউনে নামা ভারতীয় হনুমা ভিহারিকে (১) ফিরিয়ে দিয়ে আবাহনীকে কোনঠাসা করে ফেলে। এই তিন জনকেই ফিরিয়ে দেন পারভেজ রাসুল। এই চাপ পরে আর তারা কাটিয়ে উঠতে পারেনি। শামীম হোসেন ৫১ রান করলে আবাহনীর সংগ্রহ ১৭৭ পর্যন্ত গিয়ে ঠেকে। এ ছাড়া জাকের আলী ৩২, মোসাদ্দেক হোসেন সৈকত ২২ রান করেন। পারভেজ রাসুল ৯.৪ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ২ উইকেট নেন সানজামুল ইসলাম।
ছোট টার্গেটের পেছনে ছুটে শেখ জামলের দুই ওপেনার সাইফ (২৪) ও সৈকত (১৯) ৪৪ রান এনে দেন। এই রানেই দুইজনই ফিরে গেলে কিছুটা চাপে পড়ে শেখ জামাল। পরবর্তীতে রবিউল ইসলাম রবির ৮৮ বলে ২ ছক্কা ও ৫ চারে অপরাজিত ৫৭ রানের ইনিংসের সঙ্গে অধিনায়ক ইমরুল কায়েসের ২৬, জুহুরুল ইসলামের ২১, তাইবুর রহমানের অপরাজিত ২০ রানে শেখ জামাল জয়ের নাগাল পায় ৮ বল ও ৫ উইকেট হাত রেখে। জয় সূচক রান আসে আফিফের বলে রবির ব্যাট থেকে ছক্কায়। আফিফ ৩৮ রানে নেন ২ উইকেট।
এমপি/আরএ/