পোর্ট এলিজাবেথ টেস্ট
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
ওয়ান ডে সিরিজ জেতার পর টেস্ট সিরিজ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যে পরিকল্পনা করেছিল, তা এক বিন্দুতে মিলেনি। প্রথম চারদিন লড়াইয়ে থাকার পর শেষ দিন মাত্র ৫৫ মিনিটে ধুলিস্মাৎ হয়ে গিয়েছিল সব পরিকল্পনা। তাই বলে দমে যায়নি বাংলাদেশ দল। নতুন করে স্বপ্নের বিজ বপন করেছে পোর্ট এলিজাবেথ টেস্ট জেতার।
অতীতে কিন্তু এ রকম সাহসী ভাবনা বাংলাদেশ দলের মাঝে ছিল না। সময়ের পরিক্রমায় বাংলাদেশ অনেক সাহসী হয়ে উঠেছে। তাদের এ রকম সাহসী করে তুলেছে ২০২২ সালের শুরুতে নিউ জিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্ট জেতার পর। এবার আরেকটি মাউন্ট মঙ্গানুইয়ের প্রত্যাশায় টস হেরে বোলিংয়ে নামবে বাংলাদেশ।
ডারবান টেস্টে ২২০ রানে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ এই টেস্টের সেরা একাদশে দুটি পরিবর্তন এনেছে। দীর্ঘ প্রায় এক বছর পর আবার সাদা পোশাকে ফিরেছেন তামিম ইকবাল। ডারবান টেস্টেই তার ফেরার কথা ছিল; কিন্তু ম্যাচ শুরুর দিন হঠাৎ করে পেটের পীড়ার কারণে তার আর খেলা হয়নি।
একাদশে অপর পরিবর্তন পেসার তাসকিনের জায়গায়। ডারবান টেস্টে কাঁধে ইনজুরির কারণে তিনি দেশে ফিরে গেছেন। তার পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকা দলে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলবে।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।
এসএ/