গার্দিওলাকে ১১২ কোটি টাকার প্রস্তাব ব্রাজিলের
এ মুহূর্তে ব্রাজিল জাতীয় দলের মূল লক্ষ্য কাতার বিশ্বকাপ জয়ের জন্য সব প্রস্তুতি ভালোভাবে শেষ করা। এ তো গেল মাঠের ভেতরের কথা। মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) ব্যস্ত সময় পার করছে।
কাতার বিশ্বকাপের পরই ব্রাজিল কোচের দায়িত্ব ছাড়বেন তিতে। স্বাভাবিকভাবেই তার শূন্যস্থান পূরণের চেষ্টাটা আগেই শুরু করেছে সিবিএফ। পেপ গার্দিওলা বেশ আগেই সিবিএফের রাডারে ছিলেন। এখন জানা গেল, স্প্যানিশ কোচকে ১ কোটি ২০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১২ কোটি টাকা) বেতনও সেধেছে সিবিএফ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদক মারিও কোর্তেগানা জানিয়েছেন, গত ২৩ মার্চ এদনালদো রদ্রিগেজ সিবিএফ সভাপতি হওয়ার পর সর্বসম্মতিক্রমে গার্দিওলার পেছনে ছুটছে বোর্ড।
তবে সিবিএফ গার্দিওলাকে যে বেতনের প্রস্তাব দিয়েছে, ম্যানচেস্টার সিটিতে তার চেয়ে বেশি পেয়ে থাকেন। সিটিতে করপরবর্তী ২ কোটি ইউরো পেয়ে থাকেন গার্দিওলা। তার ভাই ও প্রতিনিধি পেরে গার্দিওলার সঙ্গে এ নিয়ে কথা বলেছে সিবিএফ। এ নিয়ে বেশ কয়েকবার কথা বলেছে দুই পক্ষ, সামনেও আরও আলোচনা হবে।
সিটির সঙ্গে ২০২৩ সালে বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে গার্দিওলার। সিবিএফ তাকে নেইমারদের কোচ বানানোর বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমটি।
তবে গোল ডট কম জানিয়েছে, গার্দিওলার সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনও আলোচনার টেবিলে বসেনি সিবিএফ। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ অবশ্য ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে এর আগে একবার কথা বলেছিলেন। তাতে সিবিএফের হতাশ হওয়াই স্বাভাবিক। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসকে গার্দিওলা বলেছিলেন, ‘ব্রাজিলে খুব ভালো ব্রাজিলিয়ান কোচেরাই আছেন যারা জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন। তারা খুব ভালো কোচ। আলোচনা এখানেই শেষ।’
গত মাসে জানা যায়, কাতার বিশ্বকাপের পর ব্রাজিল কোচের দায়িত্ব ছাড়বেন তিতে। ব্রাজিলের এক টিভি চ্যানেলকে তিতে বলেছেন, ‘বিশ্বকাপ পর্যন্তই আমি আছি। এখানে মিথ্যা বলার কিছু নেই। শুধু বিশ্বকাপটা ছাড়া আমার আর কিছু জেতা বাকি নেই।’
২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে ব্রাজিল তার হাত ধরে। বেলজিয়ামের কাছে ২-১ গোলের হারে শেষ আট থেকে ছিটকে পড়ে তিতের দল। এরপর অবশ্য ২০১৯ কোপা আমেরিকা জিতেছে ব্রাজিল।
গত বছর দক্ষিণ আমেরিকান ফুটবলে শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হন নেইমাররা। এবার বিশ্বকাপ বাছাইপর্বে তার হাত ধরে দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল।
টিটি/