জয়ের জন্যই খেলতে নামবেন মুমিনুল
ডারবানে প্রথম টেস্টে চারদিন লড়াইয়ে থেকেও শেষ দিন এক সেশনেই বাংলাদেশের সব লড়াই খতম হয়ে গিয়েছিল। হেরেছিল ২২০ রানে। ডারবান টেস্টে যাই হোক না কেন পোর্ট এলিজাবেথে আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুমিনুল জয়ের জন্যেই খেলতে নামবেন।
তিনি বলেন, ‘অবশ্যই আমি জেতার জন্য খেলব। প্রতি সেশন শতভাগ দিয়ে খেলবো। জিততে পারি সেই চিন্তা নিয়ে এগোতে চাই। আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।’
আগে একটা সময়ি ছিল দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ খেলতেই যেত হারকে মেনে নিয়েই। লিমিটেড ওভার হলে কত কম ব্যবধানে আর টেস্ট ক্রিকেট হলে কয়দিন টিকতে পারবে-এই ছিল মূল্য লক্ষ্য। এখন সেখানে আমূল পরিবর্তন। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়ে ২২০ রানে হারের পরও পোটূ এলিজাবেথ টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ক্রিকেটারারা সবাই ফুরফুরে মেজাজে আছেন।
তিনি বলেন, ‘আমরা পাঁচ দিনের খেলায় চারদিন খুব ভালো খেলেছি। আমার কাছে মনে হয় পজেটিভ অনেক কিছু ছিল। তাসকিন ভালো বোলিং করেছে, খালেদ ভালো বোলিং করেছে। জয় খুব ভালো ইনিংস খেলেছে, লিটনও খুব ভালো ব্যাটিং করেছে। মোটামুটি সবাই রানে আছে, টিম ওয়াইজ খালি আমরা লাস্ট ইনিংসটা খুব বাজে ব্যাটিং করে ফেলেছি। এখনে আমার কাছে মনে হয় সবাই খুব ভালো মেজাজে আছে, সবাই ফুরফুরে আছে, সবাই খুব কনফিডেন্ট আছে নেক্সট টেস্ট নিয়ে।’
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সেরা একাদশে দুইটি পরিবর্তন হতেই যাচ্ছে। একটি পেটের পীড়া থেকে সুস্থ হয়ে ফিরছেন তামিম ইকবাল। গত টেস্টেই তার ফেরার কথা ছিল। কিন্তু টেস্টের দিন সকালে হঠাৎ করে তার পেটের পীড়া শুরু হলে তিনি আর মাঠেই আসেননি। আগামীকালকের টেস্ট তিনি খেলছেন। তাকে জায়গা করে দিতে সরে দাঁড়াতে হচ্ছে সাদমান ইসলামকে। মাহমুদুল হাসানের সঙ্গে তামিম ইকবালের নতুন জুটি হবে। আর তামিম ইকবাল ফিরবেন প্রায় এক বছর পর। অপর পরিবর্তন কাঁধের ব্যথার কারণে দেশে ফিরে আসা তাসকিনকে নিয়ে। তার পরিবর্তে কে খেলবে তা এখনো নিশ্চিত নয়। ডারবান টেস্ট বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলেছিল। পরে সময় গড়ানোর সঙ্গ সঙ্গে একজন স্পিনারের ঘাটতি ফুটে উঠে। বাংলাদেশ খেলেছিল একজন স্পিনার নিয়ে। স্বাগতিকদের দলে ছিল দুই স্পিনার।
এ নিয়ে মুমিনুল বলেন, ‘তামিম ভাইর কন্ডিশন আল্লাহর রহমতে ভালো আছে। পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী ইনশাল্লাহ ওনি খেলবেন। আপনারা যে একটা পেস বোলার অথবা একটা স্পিনের কথা বলছেন, আমরা আসলে উইকেটটা হয়তো কালকে পর্যন্ত না দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কি হবে।’
দলের পেস বোলিং কোচ অ্যালেনে ডোনাল্ড বলেছেন এই ভেন্যুতে কন্ডিশন একটা বড় চ্যালেঞ্জ হবে। বাতাস থাকবে খুব বেশি। বিষয়টি মুমিনুলের নজরে আনা হলে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ না, আপনি একেক জায়গায় একেক রকম সিচুয়েশনে পড়তেই পারেন। এটা আপনার ক্রিকেটে না, সবক্ষেত্রেই হয় কিন্তু। ইংল্যান্ডে একরকম থাকে, নিউজিল্যান্ডে এক রকম থাকে, সাউথ আফ্রিকায় ডিফরেন্ড। তো একেক জায়গায় এক রকম থাকে। আসলে মানিয়ে নিয়ে খেলাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।আমার কাছে মনে হয় সবাই মানিয়ে নিয়ে খেলবে। আমরা ওভাবেই মেন্টাল প্রিপারেশন নিয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘এখানে রিভার্স সুইংয়ের একটা চ্যালেঞ্জ আসতে পারে। আবার বাতাসের কারণে এয়ার সুইংও আসতে পারে। এগুলো সব এডজাস্ট করেই খেলতে হবে। আর আগের ম্যাচ নিয়ে কথা বলা কঠিন, কারণ যেটা চলে গেছে সেটা নিয়ে না কথা বলাই ভাল।’
মুশফিক অফ ফর্মে। তিনি নিজেও রান পাচ্ছেন না। এ নিয়ে প্রশ্ন করা হলে মুমিনুল বলেন, ‘ওনাকে (মুশফিক) নিয়ে কোন চিন্তাই করি না। উনি বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান। তিনটা ডাবল সেঞ্চুরি আছে। উনি অবশ্যই দ্রুত কামব্যাক করবেন। আর আমি নিজেকে নিয়েও চিন্তিত নই। আগে কি হয়েছে তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কি হবে সেটার দিকে তাকাচ্ছি।’
এমপি/এমএমএ/