করোনায় আক্রান্ত বাংলাদেশ দলের স্পিন কোচ
সকাল থেকেই ক্রিকেট পাড়ায় ছড়িয়ে পড়ে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার খবর। কিন্তু কে হয়েছেন সেই বিষয়টি নিশ্চিত করছিলেন না কেউই। অনেক পরে সেই বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক আকরাম খান।
এ ব্যাপারে সাংবাদিকদের আকরাম খান জানান, ‘হ্যাঁ নিউজিল্যান্ডে আমাদের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আমাদের স্পিন বোলিং কোচ হেরাথ।’
হেরাথের শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, তাকে দলের অন্য সবার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে।
রঙ্গণা হেরাথের সঙ্গে বিসিবি নতুন করে দুই বছরের চুক্তি করার পর শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ড গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে দলের অন্য সবার সঙ্গে তারও প্রথম দুই দফা করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল। তবে তৃতীয় দফায় তার পজেটিভ আসে।
এদিকে অধিনায়ক মুমিনুল হকসহ দলের আরো তিন ক্রিকেটারের কোয়ারেন্টিন মেয়াদ বাড়ানো হয়েছে। তারা হলেন-ইয়াসীর আলী রাব্বি, ফজলে রাব্বি ও মেহেদী হাসান মিরাজ। তাদের বাদ দিয়ে দলের বাকি ক্রিকেটাররা জিম অনুশীলন শুরু করেছেন। আজ তাদের মাঠে গিয়ে অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সম্ভব হয়নি।
এছাড়া দলের আরো পাঁচজনের কোয়ারেন্টিন মেয়াদ বাড়ানো হয়েছে। তারা হলেন-টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক কমিটিচর সদস্য আব্দুর রাজ্জাক ও দলের তিনজন সাপোর্টিং স্টাফ। নিউজিল্যান্ডে যাওয়ার পথে বিমানে বসা পাশের সিটের যাত্রীর করোনা পজেটিভ হওয়াতে তাদের কোয়ারেন্টিন মেয়াদ বাড়ানো হয়েছে।
এদিকে বাংলাদেশ দলের একজন করোনা আক্রান্ত হওয়াতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন সবাই।
এমপি/এসআইএইচ/