সেমিতে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল ভিয়ারিয়াল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল ভিয়ারিয়াল। বুধবার (৭ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইউরোপের অন্যতম শক্তিশালী দল বায়ার্ন মিউনিখকে ১-০ ব্যবধানে হারায় তারা।
গতকাল ঘরের মাঠে নিজেদের সেরা খেলাটা দেখাতে পারেনি বায়ার্ন। বরং ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় তাদের। অষ্টম মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে ডি-বক্সের মাঝে পাস দেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। তার বাড়ানো বল থেকে দানিয়েল পারেহোর নেওয়া শটে পা ছুঁয়ায় বলের দিক পাল্টে দেন দানজুমা। ফলে শুরুতেই এগিয়ে যায় ভিয়ারিয়াল।
বিরতির চার মিনিট আগে ব্যবধান দ্বিগুন করে ভিয়ারিয়াল। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় তাদের গোলটি। এরপরও এগিয়ে থেকে বিরতিতে যায় ভিয়ারিয়াল।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। একের পর এক আক্রমণে ভিয়ারিয়াল রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। ফলে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এসআইএইচ