চেলসিকে হারিয়ে সেমি-ফাইনালের পথে রিয়াল
চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে তারা।
স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত এই ম্যাচের ২১তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। চেলসির রক্ষণভাগকে পরাস্ত করে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকেন ভিনিসিউস। এরপর তার বাড়ানো ক্রস শটে হেড দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান বেনজেমা।
মাত্র ২ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল হজম করে চেলসি। এবারও বেনজেমা। ডি বক্সের বাইরে থেকে তার উদ্দেশে বল বাড়িয়ে দেন ক্রোশিয়ান তারকা লুকা মদ্রিচ। সেই বাড়ানো বলে মাথা দিয়ে আলতোভাবে ছোঁয়া লাগান বেনজেমা।
এদিকে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল চেলসি। কিন্তু মিলছিল না ফল। তবে ৪০তম মিনিটে সুফল মেলে। ডান দিক থেকে জর্জিনিয়োর বাড়ানো ক্রস শটে জোরাল হেডে ব্যবধান কমান হাভার্টজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক তুলে নেন বেনজেমা। ৪৬তম মিনিটে তার গোলে ৩-১ গোলের লিড পায় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে বেনজেমার এটা টানা দ্বিতীয় হ্যাটট্রিক।
এরপর দুইবার গোল ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু হাতছাড়া করে টমাস টুখেলের শিষ্যরা। তারপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় ব্লুজরা। তবে দর্শকদের মুখে হাসি ফোটাতে পারেননি তারা।
এদিন পুরো ম্যাচে ২০টি শট নেয় চেলসি। কিন্তু লক্ষ্যে রাখতে পারে মাত্র পাঁচটি। অন্যদিকে ৮টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে নেয় রিয়াল।
এসআইএইচ