পোর্ট এলিজাবেথ নিয়ে ডোনাল্ডের প্রেসক্রিপশন
ডারবানে প্রথম টেস্ট বাংলাদেশ হেরেছে প্রোটিয়াদের ঘূর্ণি বলের ফাঁদে পড়ে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া দু্ই স্পিনার কেশভ মহারাজ ও সাইমন হার্মার মিলেই বাংলাদেশকে শেষ করে দেন। কিন্তু বাংলাদেশের পেসারদের বোলিংয়ের ভুয়সী প্রশংসা করেছেন দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। প্রথম ইনিংসে খালেদ ৪টি, এবাদত ২টি এবং দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ইনিংসে এবাদত ৩টি ও তাসকিন ২টি উইকেট নেন।
ডোনাল্ড বলেন, ‘বাংলাদেশের পেসাররা যেভাবে প্রথম টেস্টে নিজেদের মেলে ধরেছে,তাতে খুব গর্বিত। আমরা শুরুতে ভালো করতে পারিনি। কিন্তু পরে দারুণভাবে ফিরে এসেছে। খালেদ যেভাবে টেস্ট ম্যাচে এসেছে, এবাদত যেভাবে বোলিং করেছেন, সব সিমারদের কাছ থেকে এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল। দ্বিতীয় ইনিংসে আরও ভালো ছিল।’
পোর্ট এলিজাবেথে পেস বোলারদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘ এটি একটি পুরানো ভেন্যু। এখানে অনেক দর্শক থাকে। হইচই হয়। আমার খুবই প্রিয়। এখানে আমি অনেক সফল হয়েছি। অনেক দলের বিপক্ষে আমার অনেক স্মৃতি আছে। এটি এমন একটি উইকেট, আপনি বোলার কিংবা ব্যাটসম্যান যেভোবেই খেলুন না কেন খেলার বাইরে থাকতে পারবেন না। এখানে কোনো না কোনো কিছু ঘটবেই।’ এটি ১৩৩ বছরের পুরনো ভেন্যু।
ডোনাল্ডের কাছে এই মাঠ প্রিয় হওয়ার কারণ–এখানে খেলে তিনি ৪০ উইকটে নিয়েছিলেন মাত্র ৭ টেস্টে। আবার এই মাঠেই তিনি ১৯৯২ সালে প্রথমবার খেলতে নেমে শচীন টেন্ডুলকার, সঞ্জয় মাঞ্জরেকার, মোহাম্মদ আজহারউদ্দিন, রবি শাস্ত্রীদের নিয়ে গড়া ব্যাটিং লাইন একাই ধসিয়ে দিয়েছিলেন দুই ইনিংসে নিয়েছিলেন ৫ ও ৭ উইকেট।
পোর্ট এলিজাবেথে বাতাসের বিপক্ষেও লড়তে হবে বলে সতর্ক করে দিলেন ডোনাল্ড। তিনি বলেন, ‘পোর্ট এলিজাবেথে বাতসের সঙ্গে মানিয়ে নেয়াটা হবে কঠিন একটা ব্যাপার। এখানে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত খুবই বাতান থাকে। এটি নিয়ে আমি দলে কথা বলেছি। কোন দিক থেকে বাতাস আসে সেটা জানা থাকতে হবে। দিনের শেষের দিকে স্কোরবোর্ড প্রান্ত থেকে ৩০ থেকে ৪৫ কিলোমিটার বেগে আতাস থাকে। এটি মানিয়ে নিতে হবে। ক্যাচ উঠবে। উঁচু ক্যাচ ধরতে আপনাকে নিজের সেরাটা দিতে হবে।’
পেসারদের উদ্দেশে তিনি বলেন, ‘এটি এমন একটি মাঠ যেখানে আপনাকে বোলার হিসেবে খুব সৃজনশীল হতে হবে। ইনিংস যত এগোবে, উইকেট ততোই নিষ্প্রাণ হতে থাকবে। বোলারদের তাই কৌশলী হতে হবে। বিভিন্নভাবে চেষ্টা করতে হবে। সাহসী হতে হবে।’
এমপি/এসএ/