পুরনো রূপে মাশরাফি
নড়াইল এক্সপ্রেস মাশরাফিকে দেখা গেছে সেই আগের মতোই। তার সেই চেনারূপ টের পেয়েছে খেলাঘর। মাশরাফির তোপে পড়ে ১৯৮ রানে অলআউট হয়ে যায় তারা।
মাশরাফির দল লিজেন্ডস অব রূপগঞ্জ সে রান পাড়ি দেয় ৪৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে। ম্যাচ জিতে ২ উইকেটে।
এবারের লিগে মাশরাফির পথ চলা ভালো-মন্দের মিশ্রনে। আজকের ম্যাচের আগে ৬ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন ৮টি। যেখানে সেরা বোলিং ছিল আবাহনীর বিপক্ষে ৬৩ রানে ৩টি। আজ সেটিকে ছাড়িয়ে গেছেন ৮ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে। তার কারণেই খেলাঘরের ইনিংস দুইশ অতিক্রম করতে পারেনি।
মাশরাফি ৮ ওভার করেন ২ স্পেলে। প্রথম স্পেলে ৬ ওভারে ২৮ রান দিয়ে নেন নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে কোনো উইকেট পাননি। কিন্তু পরের ওভারে ধসিয়ে দেন। ৩টিই ছিল আবার এক ওভারেই। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর মাশরাফি প্রথমে শিকার করেন হাসানুজ্জামানকে। এরপর তার শেষ ৩ উইকটে ছিল ইনিংসের ৪৮তম ওভারে।
এই ওভারের পরপর তৃতীয় ও চতুর্থ বলে আউট করেন ইফতেখার ও মাসুম । জেগে উঠে হ্যাটট্রিকের সম্ভাবনা। কিন্তু হ্যাটট্রিক আর করতে পারেননি। ওভারের শেষ বলে নেন আরো একটি উইকেট খেলাঘরের পক্ষে অনিক ৫৯, হাসানুজ্জামান ২৯, নাদিফ চৌধুরী ২৫ ও মাসুম খান ২৪ রান করেন। মাশরাফি ছাড়া চেরাগ জানি ৫১ রানে নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ শুরুতে ১৫ রানে ২ উইকেট বিপদে পড়লেও চেরাগ জানির ৭২ ও তানভীর হায়দারের অপরাজিত ৫১ রানে ৩ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে। সালমান হোসেন ৪৫ রানে নেন ৩ উইকেট।ম্যাচ সেরা হন মাশরাফি।