উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ডি ব্রুইনের গোলে ম্যানসিটির জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে কোয়ার্টার ফাইনালের ৮ দলের তিনটিই ইংলিশ ক্লাব। যার দুইটি লিভারপুল ও ম্যানসিটি নেমেছিল বুধবার দিবাগত রাতে। জয়ী হয়েছে দুই দলই। পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে গিয়ে লিভারপুল ৩-১ গোলের বড় ব্যবধানে জিতে সেমির পথে এক পা দিয়ে রেখেছে।
অপরদিকে ম্যানটেস্টার সিটি ইত্তেহাদে আতিথিয়তা দিয়েছিল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে। জয়-পরাজয়ের মাঝে ব্যবধান ছিল মাত্র এক গোল। ম্যানসিটির এ জয়ে কিন্তু লিভারপুলের মতো বলা যাচ্ছে না তারা সেমির পথে এগিয়ে আছে। কারণ তাদের ফিরতি ম্যাচ খেলতে হবে অ্যাটলেটিকোর মাঠে। আবার গোল ব্যবধান ন্যূনতম। অ্যাটলেটিকোর মাঠে ম্যানসিটি জিততে না পারলেও অন্তত ড্র করতে হবে। তবেই তাদের সেমিতে খেলা নিশ্চিত হবে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন ডি ব্রুইন।
ম্যানসিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদের লড়াইয়ে গোল উৎসব হয়নি। হওয়ার কথাও নয়। অন্তত যারা অ্যাটলেটিকোর কোচ ডিয়োগো সিমিওনিকে জানেন। রক্ষণ খেলার ওস্তাদ। একে তো নক আউট পর্ব, আবার সেখানে প্রতিপক্ষের মাঠে খেলা। তাইতো সিমিওনি রক্ষণ জমাট করে ফেলেন। যে রক্ষণে এসে বারবার বাধাগ্রস্ত হয়েছে ম্যানসিটির আক্রমণ। যে কারণে প্রথমার্ধে কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের খেলাও এগুচ্ছিল গোলশূন্যভাবে। অবশেষে ৭০ মিনিটে গিয়ে গোলের খরা কাটে। বক্সের বাইরে বদলি খেলোয়াড় ফিল ফোডেন বল বাড়িয়ে দেন ডি ব্রুইনকে। গোলরক্ষক জান আবলাকে বোকা বানিয়ে বল পোস্টে জড়ালে উল্লাসে মেতে উঠেন ইত্তেহাদে উপস্থিত ম্যানসিটির সমর্থকরা। দুই দল ফিরতি ম্যাচে মোকাবেলা করবে ১৩ এপ্রিল।
এমপি/এসএন