বেনফিকাকে উড়িয়ে সেমির পথে লিভারপুল
সবাই আশা করেছিলেন এবার অনেক দূর যাবে মেসি-নেইমার-এমবাপের পিএসজি। কিন্তু সবাইকে হতাশ করে পর্তুগীজ ক্লাবটি শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। সেখানে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে পর্তুগীজ অন্য একটি ক্লাব- বেনফিকা। যে ক্লাবটিকে নিয়ে নেই তেমন কোনো আশার ফানুস। কোয়ার্টার ফাইনালে উঠে আসতে পারাটাই যেন সমর্থকদের জন্য অনেক বড় কিছু। তাইতো কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তারা পাত্তাই পায়নি ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে। নিজেদের মাঠে বেনফিকা হেরেছে ৩-১ গোলে। একেতো প্রতিপক্ষের মাঠ, সেখানে আবার ৩-১ গোলে জিতে সেমি ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে লিভারপুল। দুই দল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ১৩ এপ্রিল লিভরাপুলের মাঠে। বিজয়ী দলের পক্ষে ইবরাহিমা কোনাতে, সাদিও মানে ও দিয়াজ এবং বেনফিকার পক্ষে দারউইন নিউনেজ গোল করেন।
সেমিতে চোখ রেখে খেলতে নামা অলরেনডরা প্রথম গোলের দেখা পেতে খুব বেশি সময় নেয়নি। ১৭ মিনিটেই পেয়ে যায় গোলের দেখা। এন্ড্রু রবার্টসনের কর্নার থেকে লাফিয়ে উঠে হেড করে গোল করেন ইবরাহিমা কোনাতে। ঠিক তার ১৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ ক্লাবটি। মাঝমাঠে আলেক্সজান্ডারের ক্রস থেকে লুইস দিয়াজের মাথা ছুঁয়ে বল সাদিও মানে গোল করেন।
২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে কিছুটা হালকা মেজাজে খেলতে থাকে লিভারপুল। এই সুযোগে একটি গোল পরিশোধ করে খেলায় আবার উত্তেজনা নিয়ে আসে বেনফিকা। ৪৯ মিনিটে ডান প্রান্ত থেকে রাফা সিলভার ক্রস ম্যাচের প্রথম গোলদাতা ইবরাহিমা কোনাতে ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই বল পেয়ে যান ডারউইন নিউনেজ। ব্যবধান কমাতে ভুল করেননি নিউনেজ। এরপর বেনফিকা বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পায়নি। এদিকে ৮৭ মিনিটে দিয়াজ তৃতীয় গোল করে ব্যবধান আবারও বাড়িয়ে নেন (৩-১)।
এমপি/টিটি