নাটকীয় ম্যাচে প্রাইম ব্যাংককে হারাল শেখ জামাল
সোমবার ক্রিকেট প্রেমিদের নজর ছিল মিরপুরের হোম অব ক্রিকেটে দুই চির প্রতিদ্বন্দ্বি আবাহনী ও মোহামেডানের ম্যাচের দিকে। কিন্তু ম্যাচ হয়েছে এক তরফা। আবাহনী অনায়েসেই জিতেছে ৬ উইকেটে। এমন কি বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ও ব্রাদার্সের জয় ছিল ৩৪ রানে সহজেই।
কিন্তু টানটান উত্তেজনার ম্যাচটি হয়ে গেছে ইউল্যাব মাঠে। যেখানে ১ বল বাকি থাকতে ১ উইকেটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রাইম ব্যাংকের ৯ উইকেটে ২৬৫ রানের জবাব দিতে নেমে শেখ জামাল ১ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে মৗাচ জিতে নেয় ১ উইকেটে।
ম্যাচটি ছিল আসলে প্রাইম ব্যাংকের। ২৬৫ রান তাড়া করতে নেমে শেখ জামাল ২৩৯ রানে ৯ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে ছিল। এ সময় তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রানের। বল বাকি ২৩টি। কিন্তু হারকে মানতে রাজি ছিলেন না ভারতীয় পারভেজ রাসুল। তিনি শেষ ব্যাটসম্যান আরিফ আহমেদকে নিয়ে লক্ষ্য পাড়ি দেন প্রয়োজনীয় ২৭ রান সংগ্রহ করে। যেখানে আরিফের অবদান ছিল মাত্র ৫ রানের। রাসুল অপরাজিত থাকেন ৬৫ রান করে।
পারভেজ রাসুল ফিনিশিং দিলেও প্রাইম ব্যাংকের ২৬৫ রান তাড়া করতে নেমে শেখ জামালকে জয়ের পথ তৈরি করে সেই বাটন পারভেজ রাসুলের হাতে তুলে দিয়েছিলেন ওপেনার সৈকত আলী ও ওয়ান ডাউনে নামা কাপ্তান ইমরুল কায়েস।সৈকত ৪টি ছক্কা ও ৫টি চারে ৬৪ বলে ৬৫ এবং ইমরুল কায়েস ৭৯ বলে ১ ছক্কা ও ৩ চারে ৫২ রান করেন। প্রাইম ব্যাংকের মেহেদি হাসান, রকিবুল হাসান ও অলোক কাপালি ২টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের বড় সূচনা এনে দেন দুই ওপেনার এনামুলহক বিজয় ও শাহদাত হোসেন। দুই জনে ১৮ ওভারে ১২০ রান এনে দেন। জুটি ভাঙে লিগে দারুন ফর্মে থাকা এনামুলের আরেটি ফিফটি হওয়ার পর। তিনি ৫ ছক্কা ও ৮ চারে ৬১ বলে ৭৭ রান করে আউট হন।এর ২ রান পরই ব্যক্তিগত ৩৭ রানে আউট হয়ে যান শাহদাত। তখন প্রাইম ব্যাংকের রান তিনশ ছড়ানোর কথা ছিল। কিন্তু তা হয়নি পরবর্তিতে একমাত্র অভিমানু অপরাজিত ৬২ ও হাসানের ৪০ রান ছাড়া আর কেউ রান করতে না পারলে। মিডল অর্ডারের ব্যর্থতার কারণে উদ্বোধনী জুটিতে ১২০ রান আসার পরও এক পর্যায়ে তাদের সংগ্রহ দিাঁড়ায় ৬ উইকেটে ১৫৩। এ সময় তারা ৩৩ রানে হারায় ৬ উইকেট। শেখ জামালের পারভেজ রাসুল ২৫ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও তাইবুর রহমান।
এমপি/এমএমএ/