ফিরে আসছেন তাসকিন-শরিফুল
ইনজুরির কারণে পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফিরে আসছেন দুই পেসার তাসকিন ও শরিফুল। ইনজুরির কারণে শরিফুল ডারবানে প্রথম টেস্ট খেলতেই পারেননি। ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় তাসকিন ডারবন টেস্ট খেলতে দিয়ে দ্বিতীয় ইনিংসে ইনজুরিতে পড়েন। তারপরও তিনি বিশ্রাম নিয়ে বোলিং করেন এবং উইকেটও পান ২টি। প্রথম ইনিংসে তিনি অবশ্য কোনো উইকেট পাননি। এই ইনজুরির কারণে তাসকিনকেও ফিরে আসতে হচ্ছে। তাসকিন মূলত কাঁধে ব্যথা অনুভব করছেন।
রবিবার (৩ এপ্রিল) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই ক্রিকেটারের দ্বিতীয় টেস্ট না খেলার কথা জানিয়ে সোমবার (৪ এপ্রিল) দেশে ফিরে যাবেন বলে জানায়।
তাসকিনের সুস্থ হয়ে ফিরতে ৩ সপ্তাহ সময় লাগবে বলে জানান দলের ফিজিও বায়জিদুল ইসলাম। আর শরিফুল এ মাসের শেষের দিকে অনুশীলনে ফিরতে পারবেন।
তাসকিন ও শরিফুলের পরিবর্তে কোনো পেসারকে রিপ্লেস করা হবে না দলে। কারণ দলে এখনও দুই পেসার শহিদুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী আছেন। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেললে এদের যে কোনো একজন সুযোগ পাবেন একাদশে।
এমপি/এএস