আবাহনী-বসুন্ধরার ৪ গোলের ম্যাচে ২ লাল কার্ড
রমজানের প্রথম দিন মুসল্লিরা রোজা রেখে ইফতারি করতে ব্যস্ত, তখন ঢাকার বাইরে বিভাগীয় শহর সিলেট স্টেডিয়ামে উত্তেজনায় ভরা জমচজমাট এক ফুটবল ম্যাচ হয়ে গেলো আবাহনী ও বসুন্ধরা কিংসের মাঝে। পারদে পারদে উত্তেজনা ছড়ানো ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। আবাহনীর হয়ে দোরিয়েলতন ও কলিন্দ্রেস এবং বসুন্ধরা কিংসের হয়ে এলিটা কিংসলে ও রবসন গোল করেন। এই ফলাফলে বসুন্ধরা কিংস নিজেদের শীর্ষ স্থান ধরে রাখল। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৬, আবাহনীর পয়েন্ট ১৯। আবাহনী আছে তিনে।
ফিফা উইন্ডোতে দুইটি ম্যার্চে কারণে বন্ধ থাকার পর আজ আবার মাঠে ফিরে প্রিমিয়ার লিগ ফুটবল। বড় দুই দলের ম্যাচে ৪ গোল কম নয়। কিন্তু এমন ম্যাচে শুধু বল নিয়ে কাড়াকাড়িই ছিল না, শরীরে শরীরে ধাক্কাধাক্কিও ছিল। যে কারণে দুই দলের দুই ফুটবলার বসুন্ধরার সোহেল রানা ও আবাহনীর রাকিব হোসেন লাল কার্ড দেখেন। হলুদ কার্ড দেখানোর ঘটনাও আছে কয়েকটি। এই সবের মাঝে ইফতারের সময় হয়ে যাওয়াতে রেফারি খেলা থামিয়ে রোজা ভাঙ্গারও সুযোগ করে দেন। সব মিলিয়ে দারুন একটি ম্যাচ হয়েছে সিলেটে।
খেলার প্রথম গোল করে আবাহনী। ২০ মিনিটে কলিন্দ্রেসের গোলে এগিয়ে যায়। ৬৪ মিনিটে এলিটা কিংসলে গোল করে সমতা আনার ৫ মিনিট পর রবসনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ৮৪ মিনিটে দোরিয়েলতনের গোলে খেলায় আবার সমতা আসে।
এ দিন দেশের অন্য তিনটি ভেন্যুতেও খেলা অনুষ্ঠিত হয়। রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব চিনেদুর হ্যাটট্রিকে ৩-১ গোলে স্বাধীনতা ক্রীড়া সংঘকে পরাজত করে। স্বাধীনতার পক্ষে নিডো একটি গোল পরিশোধ করেন। লিগে এটি ছিল ষষ্ঠ হ্যাটট্রিক। সব কটি হ্যাটট্রিকই করেছেন বিদেশি ফুটবলাররা। চট্টগ্রাম আবাহনীর পিটার থ্যাঙ্কগড একাই করে দুইটি। একটি করে হ্যাটট্রিক করেন আবাহনীর দোরিয়েলতন, বাংলাদেশ পুলিশের আমিরউদ্দিন শরিফি ও সাইফ স্পোর্টিং ক্লাবের এমেকতা ওগবাহ। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শেখ জামাল পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাধীনতা সংঘ।
কুমিল্লা শহীদ ধীরেন্দ নাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে পরাজিত করে মুক্তিযোদ্ধা সংসদকে। চট্টগ্রাম আবাহনীর পক্ষে থ্যাঙ্কগড ও সোহেল রানা এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সোমা ওটানজ গোল করেন। ১০ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ১৮। তার আছে পয়েন্ট টেবিলের চারে। ৮ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে দশে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে পরাজিত করে উত্তরা বারিধারাকে। সাইফের পক্ষে সানডে, গফুরভ ও সাজজ্জাদ একটি করে গোল করেন। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাইফের অবস্থা ছয়ে। ৮ পয়েন্ট নিয়ে বারিধারার অবস্থা নয়ে।
এমপি/এএস